বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

অস্ট্রেলিয়াকে হারানো আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন : গুলবাদিন নাইব

ক্রীড়া ডেস্ক
  ২৪ জুন ২০২৪, ০০:০০
অস্ট্রেলিয়াকে হারানো আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন : গুলবাদিন নাইব
অস্ট্রেলিয়ার বিপক্ষে রোববার ২০ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন গুলবাদিন নাইব -ওয়েবসাইট

ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়া যেকোনো দলের জন্যই এক আতঙ্কের নাম। সবশেষ টি২০ বিশ্বকাপ জিতেছিল ২০২১ সালে। এর আগে ২০১০ সালেও খেলেছিল ফাইনাল। অস্ট্রেলিয়াকে নিয়ে নতুন করে ব্যাখ্যা করার কিছুই নেই। তবে নতুন করে বলতে হবে আফগানিস্তানকে নিয়ে। এ যেন আফগানদের জন্য এক স্মরণীয় দিন। ২০২৪ সালের ২৩ জুন এই তারিখটা হয়তো কখনো ভুলবে না যুদ্ধ বিধ্বস্ত এই দেশটি। কেননা এই দিনটাতেই ঐতিহাসিক এক জয় তুলে নেন নবি-রশিদরা।

গ্রম্নপ পর্বে নিউজিল্যান্ডের মতো পরাশক্তি হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছিল আফগানিস্তান। আর সেমিফাইনালের দৌড়ে তাদের কাছে কুপোকাত মাইটি অস্ট্রেলিয়া! হঁ্যা, চলতি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে অজিদের ২১ রানে হারিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে দারুণ শুরু করে রহমানউলস্নাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ওপেনিং জুটিতেই তারা দলকে এনে দেন ১১৮ রান।

1

তবে শেষের দিকে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে শেষ পর্যন্ত ১৪৮ রানে থামে আফগানদের ইনিংস। মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগান বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ৪ বল বাকি থাকতে ১২৭ রানে অলআউট হয় অজিরা। আর তাতেই ঐতিহাসিক এক জয় তুলে নেয় আফগানিস্তান।

আফগানদের জয়ের দিনে বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন গুলবাদিন নাইব। একাই ধসিয়ে দিয়েছেন অজিদের ব্যাটিং অর্ডার। বোলিং কোটা পূরণ করে ২০ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়ে জিতে নেন ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ শেষে গুলবাদিন নাইব বলেন, 'এটার জন্য আমরা লম্বা সময় ধরে অপেক্ষায় ছিলাম। এই আনন্দের মুহূর্তটি শুধু আমার জন্য নয়, এটা আমার জাতি এবং দেশের মানুষের জন্যও দারুণ এক মুহূর্ত।'

নাইব আরও বলেন, 'এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন। আমার কিছু বলার ভাষা নেই, তবে আমাদের ক্যারিয়ার এবং আমাদের ক্রিকেট যাত্রাকে সমর্থন করার জন্য সমর্থকদের জানাই ধন্যবাদ। এটি একটি দুর্দান্ত টিমওয়ার্ক, আমরা গত দুই মাস ধরে কঠোর পরিশ্রম করেছি এবং এর ফলাফল এখন সবার সামনে।'

এর আগে গত ওয়ানডে বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ তৈরি হয়েছিল। ২৯২ রান তাড়া করতে নেমে আফগানদের তোপের মুখে ৯১ রানেই ৭ উইকেট হারিয়েছিল অজিরা। জয়ের খুব কাছে ছিলেন রশিদরা। কিন্তু ম্যাক্সওয়েলের বীরত্বসূচক ২০১ রানের অপরাজিত ইনিংসে ম্যাচটি জিতে যায় অজিরা। সে আক্ষেপ এবারের টি২০ বিশ্বকাপের মঞ্চে মেটাল আফগানরা।

গুলবাদিন বলেন, 'অবশেষে আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছি। প্রথম রাউন্ডে আমরা ভালো খেলেছি এবং নিউজিল্যান্ডকে হারিয়েছি। এরপর অস্ট্রেলিয়াকে হারানো সহজ ছিল না। তারা বিশ্বচ্যাম্পিয়ন দল এবং এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন।'

এদিকে অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত আফগান অধিনায়ক রশিদ খান। তিনি বলেন, 'একটি দল এবং জাতি হিসেবে এটা আমাদের জন্য বিশাল এক জয়। বিশ্বকাপে চ্যাম্পিয়নদের হারানো দারুণ এক অনুভূতি। গত দুই বছরে আমরা কিছু মিস করেছি, ২০২৩ বিশ্বকাপে এবং ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের কিছু রানের অভাব ছিল। এটা আমাদের জন্য মাত্র শুরু, পরবর্তীতে বড় খেলা রয়েছে এবং সেমিফাইনালে যাওয়ার জন্য আমাদের সুযোগ রয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে