সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আমরা ব্যর্থ হয়েছি, এটা বলতেই হবে : এমবাপে

ক্রীড়া ডেস্ক
  ১১ জুলাই ২০২৪, ০০:০০
আমরা ব্যর্থ হয়েছি, এটা বলতেই হবে : এমবাপে
-

ইউরো কাপে ফ্রান্স সর্বশেষ শিরোপা জিতেছিল ২৪ বছর আগে। দীর্ঘ খরা কাটিয়ে এবার শিরোপা জয়ের আনন্দে ভাসতে চেয়েছিল তারা। আশায় ছিলেন দলের সেরা তারকা কিলিয়ান এমবাপেও। তবে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে যাত্রা থেমে যাওয়ার পর নিজেদের ব্যর্থতা মেনে নিচ্ছেন এই তারকা। মঙ্গলবার রাতে ইউরোর সেমিফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে যায় ফ্রান্স। এতে দীর্ঘ হচ্ছে ফ্রান্সের অপেক্ষা। এবার ইউরোতে অন্যতম ফেভারিট হয়ে এসেছিল ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্কোয়াডের গভীরতাও ছিল অনেক। তবে ফ্রান্স খেলতে পারেনি চেনা ছন্দে। সেমিফাইনালের আগে ওপেন পেস্নতে কোন গোলই করেনি তারা। কখনো আত্মঘাতী, কখনো টাইব্রেকারে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেমিতে উঠে দিদিয়ের দেশমের দল। সেমিতে এসেই অবশ্য গোল পেয়ে গিয়েছিল ফ্রান্স। ৮ মিনিটে দলকে এগিয়ে নিয়েছিলেন কোলো মুয়ানি। তবে লামিনে ইয়াহাল ও ওলমোর গোলে তাদেরকে দাপট দেখিয়ে জয় তুলে নেয় স্পেন। ইউরোর প্রথম ম্যাচে নাকে আঘাত পান এমবাপে। এক ম্যাচ খেলতে পারেননি সেজন্য। পরে মাস্ক পরে ফিরলেও তিনিও তার সামর্থ্যের কাছাকাছি ছিলেন না। হারের পর গণমাধ্যমকে এই তারকা ব্যর্থতা স্বীকার করে নেন, 'আমার জন্য টুর্নামেন্ট খুবই কঠিন ছিল। ব্যর্থই বলতে হবে। আমাদের লক্ষ্য ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার, আমার নিজেরও আশা ছিল তেমন। আমরা পারিনি, কাজেই ব্যর্থ হয়েছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে