বলা হয়ে থাকে ভারত ও পাকিস্তানের মধ্যেকার একটি ম্যাচ আয়োজন করতে পারলেই টুর্নামেন্টের পয়সা উসুল হয়ে যায় আয়োজকদের। যেখানে এই দুটি দল পুরো টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, সেখানে বিশ্বকাপে আয়োজকদের আর্থিক ক্ষতি কিছুটা বিস্ময়করই বটে। এবার টি২০ বিশ্বকাপে বিপুল অঙ্কের ক্ষতির মুখ দেখতে হয়েছে আইসিসিকে। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।
২০২৪ সালের টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে গ্রম্নপপর্বের কিছু ম্যাচ হয়েছে আমেরিকায়। আর সেখানেই গ্রম্নপপর্বে নিজেদের সব ম্যাচ খেলেছে ভারত ও পাকিস্তান। নিজেদের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচও হয় নিউইয়র্কে। কিন্তু এরপরও আইসিসির প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছেন ভারতীয় সংবাদ সংস্থাটি।
এর ওপর এবারের অন্যতম আয়োজন বিশ্বকাপে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রও খেলেছে দ্বিতীয় রাউন্ডে। যদিও আরেক আয়োজক দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ অবশ্য দ্বিতীয় রাউন্ড খেললেও সেমিফাইনালে উত্তীর্ণ হতে পারেনি। ফাইনাল হয় দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে। যেখানে নাটকীয় এক লড়াইয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয় ভারতীয় শিবির।