না ফেরার দেশে পাড়ি জমালেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য আমিনুল ইসলাম সুরুজ। সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতু্যকালে তার বয়স ছিল ৭৪ বছর। তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে অনন্তলোকে পাড়ি জমিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কীর্তিমান এই ফুটবলারের মৃতু্যর সংবাদ নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সুরুজ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি জটিল কিডনি রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছিলেন সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের সভাপতি, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আব্দুল গাফফার। স্বাধীন বাংলা ফুটবল দলের চৌকশ ফুটবলার ছিলেন বরিশালের কৃতীসন্তান আমিনুল ইসলাম। ক্যারিয়ারে তিনি খেলেছেন ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডানের হয়ে। ফুটবলার আমিনুল ইসলাম সুরুজের মৃতু্যতে গভীর শোক জানিয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।