মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্রাজিলকে হারাল জাপান

ক্রীড়া ডেস্ক
  ৩০ জুলাই ২০২৪, ০০:০০
ব্রাজিলকে হারাল জাপান
প্যারিস অলিম্পিকের নারী ফুটবল ইভেন্টের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গোল করায় জাপানের নারী খেলোয়াড়দের উচ্ছ্বাস -ওয়েবসাইট

২০১২ সালের অলিম্পিক গেমস নারী ফুটবলের রৌপ্যপদক জয়ী দল হচ্ছে জাপান। এবারের প্যারিস অলিম্পিক গেমসের নারী ফুটবল ইভেন্টে টানা দ্বিতীয় হারের শঙ্কায় ছিল তারা। মোমোকো তানিকাওয়া ৯৬ মিনিটে গোল করলেন। রোববার রাতে ইনজুরি টাইমে দুই গোল করে জাপান ২-১ গোলে এগিয়ে থাকা ব্রাজিলকে হারিয়ে দিয়েছে। আর তারকা সমৃদ্ধ স্পেন ১-০ গোলে নাইজেরিয়াকে পরাজিত করে টানা দ্বিতীয় জয়ে গ্রম্নপ-সি থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। আর এই জয়ে ২০০৪ ও ২০০৮ সালের রৌপ্যজয়ী ব্রাজিলের সমান তিন পয়েন্ট পেল জাপান। দুই করে ম্যাচ খেলেছে দুটি দলই। অন্যদিকে ইউরো জয়ী স্পেন তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পায়। তিন গ্রম্নপের শীর্ষ দুটি করে দল দুই সেরা তৃতীয় স্থান অধিকারী দলকে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে।

এদিকে তিন গোলে পিছিয়ে থেকেও জাম্বিয়ার বিপক্ষে ৬-৫ গোলের নাটকীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার নারী ফুটবল দল। লিঁওতে গ্রম্নপ পর্বের আরেক ম্যাচে কলম্বিয়া ২-০ গোলে নিউজিল্যান্ডকে পরাজিত করেছে।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে