মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

অলিম্পিক অভিষেকে স্বর্ণ জিতলেন দুই ক্রীড়াবিদ, শীর্ষে চীন

ক্রীড়া ডেস্ক
  ৩০ জুলাই ২০২৪, ০০:০০
অলিম্পিক অভিষেকে স্বর্ণ জিতলেন দুই ক্রীড়াবিদ, শীর্ষে চীন

প্যারিস অলিম্পিকে চারটি করে স্বর্ণ জিতে রোববার দ্বিতীয় দিন শেষ করেছিল জাপান ও অস্ট্রেলিয়া। চীন পেয়েছিল তিনটি স্বর্ণ। তবে তৃতীয় দিনের শুরুতেই তাদের ছাড়িয়ে স্বর্ণ জয়ে শীর্ষস্থান দখল করেছে চীন।

সোমবার ছেলেদের ১০ মিটার সিনক্রোনাইজড পস্ন্যাটফর্ম ডাইভিংয়ে স্বর্ণ জিতেছেন চীনের লিয়ান জুনজি ও ইয়াং হাও। অলিম্পিক অভিষেকে স্বর্ণ জিতলেন তারা। প্রতিটি রাউন্ডেই সর্বোচ্চ স্কোর করেছেন এই জুটি। মোট স্কোর ৪৯০.৩৫।

1

৪৬৩.৪৪ স্কোর নিয়ে রুপা জিতেছেন ব্রিটেনের টম ডেলে ও নোয়া উইলিয়ামস। ছেলেদের ১০ মিটার সিনক্রোনাইজড পস্ন্যাটফর্ম ডাইভিংয়ে প্রথম ডাইভার হিসেবে তিনটি অলিম্পিক পদক জিতলেন ডেলে।

ব্রোঞ্জ জিতেছেন কানাডার রায়লান উইয়েনস এবং নাথান মারে জুটি। তাদের স্কোর ৪২২.১৩। এই ইভেন্টে এটি কানাডার প্রথম অলিম্পিক পদক।

অন্যদিকে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণ জিতেছেন চীনের শেং লিহাও। এতে ছয়টি সোনা নিয়ে জাপান-অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে