শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

অলিম্পিকে হিটে ৬ষ্ঠ হয়ে বাদ ইমরানুর ও সোনিয়া

ক্রীড়া প্রতিবেদক
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
ইমরানুর রহমান সোনিয়া খাতুন

ইমরানুর রহমান ও সোনিয়া খাতুন। প্যারিস অলিম্পিকে শনিবার এ দুই বাংলাদেশি খেলতে নেমে হিট থেকে বাদ পড়েছেন। ইমরানুর ও সোনিয়া দুজনই নিজ নিজ ইভেন্টের হিটে ষষ্ঠ হয়েছেন।

ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রীড়া ভেনু্য স্তাদে দ্য ফ্রান্স প্যারিসের অতি নিকটবর্তী সেন্ট ডেনিসে অবস্থিত। সেন্ট ডেনিসে মূলত ফুটবলের ভেনু্য হলেও অলিম্পিকে অ্যাথলেটিক্স ও রাগবি হচ্ছে। গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট।

শনিবার সকালে হিট থাকলেও স্তাদে দ্য ফ্রান্সের গ্যালারি পরিপূর্ণ। বাংলাদেশের দ্রম্নততম মানব ইমরানুর রহমান ছয় নম্বর হিটে ছয় নম্বর লেনে ছিলেন। ইমরান হিটে আটজনের মধ্যে ষষ্ঠ হন। তার টাইমিং ১০.৭৩ সেকেন্ড। যা তার স্বাভাবিক টাইমিংয়ের চেয়ে অনেক বেশি।

পদকের স্বপ্ন কেউ দেখেননি বাংলাদেশের দ্রম্নততম মানব ইমরানুর রহমানকে নিয়ে। সবার প্রত্যাশা ছিল প্যারিস অলিম্পিকে লন্ডন প্রবাসী এই অ্যাথলেট অন্তত হিটের প্রিলিমিনারি রাউন্ড টপকিয়ে প্রথম রাউন্ডে উঠবেন। সে আশায় গুঁড়েবালি। ইমরানুর বিদায় নিয়েছেন প্রিলিমিনারি হিট থেকেই।

১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক পর্বে ছয় হিটের প্রথম দুই জন ও বাকিদের মধ্যে শীর্ষ চারজন প্রথম রাউন্ডে খেলবেন। ইমরানের হিটে তার টাইমিং ছিল সবচেয়ে ভালো। ১০.১১ সেকেন্ড টাইমিং নিয়ে ইমরান ষষ্ঠ হয়েছেন।

প্রথম ৫০ মিটার পর্যন্ত লড়াইয়ে ছিলেন। কিন্তু শেষটা ভাল হলো না তার। অলিম্পিকের মঞ্চ থেকে আবারও বাংলাদেশের জন্য ভেসে এলো হতাশার খবর।

এই হিট থেকে প্রথম রাউন্ডে কোয়ালিফাই করা পানামার অ্যাথলেটের টাইমিং ১০.৩৪ ও সিশেলসের অ্যাথলেটের টাইমিং ১০.৫১। প্রিলিমিনারি ৬ হিটের শীর্ষ দুইজন করে এবং সবার টাইমিং মিলিয়ে আরো ৪ জন উঠেছেন প্রথম পর্বে। প্রিলিমিনারি হিট থেকে ওঠা ১৬ নম্বর অ্যাথলেটের টাইমিং ১০.৫৪। প্রিলিমিনারি হিটে ছিলেন মালদ্বীপের অ্যাথলেট ইবাদুলস্নাহ। নিজের হিটে তিনি সময় নিয়েছেন বাংলাদেশের ইমরানুর রহমানের চেয়ে কম (১০.৫৫)। সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনাও যে উঁকি দেয়নি ইমরানুরের পারফরম্যান্সে। নিজের সেরা টাইমিং ছিল ১০.১১ সেকেন্ড। অথচ অলিম্পিকে করলে বাজে পারফরম্যান্স। এমন টাইমিংয়ের পর হয়তো ইমরানকে নিয়ে মোহ ভাঙ্গবে বাংলাদেশের ক্রীড়া সংগঠকদের।

এদিকে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার সোনিয়া শেষ করেছেন ৩০.৫২ সেকেন্ডে। এই ইভেন্টে তার সেরা টাইমিং ৩০.১১। দশটি হিট থেকে ৭৯ জন সাঁতারুর মধ্যে বাছাই করা সেরা ১৬ জনকে নিয়ে হবে সেমিফাইনাল। সবমিলিয়ে সোনিয়া খাতুনের অবস্থান ছিল ৬৪তে। ৩০.৫২ সেকেন্ডে সাঁতার শেষ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে