বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু

ক্রীড়া প্রতিবেদক
  ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু

কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে প্রায় ১ মাস আগে। এখন ফুটবলপ্রেমীদের অপো ক্লাব ফুটবলের। আন্তর্জাতিক ব্যস্ততা শেষে ফুটবলাররাও স্ব স্ব কাবে ফিরেছেন। এরই মধ্যে বেশ কয়েকটি ক্লাব প্রস্তুতি ম্যাচ-প্রীতিম্যাচও খেলেছে।

ইউরোপের কাব ফুটবলের পাঁচটি লিগ বিশ্বব্যাপী জনপ্রিয়। যেগুলো হচ্ছে- ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেসলিগা, ইতালিয়ান সিরি'আ ও ফ্রেঞ্চ লিগ ওয়ান। এই পাঁচ লিগের নতুন মৌসুম শুরু হতে আর বেশি দেরি নেই। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুমের শুরু হচ্ছে বৃহস্পতিবার।

1

ক্লাব ফুটবলের মৌসুম শুরুর আগে ঘরোয়া কাপ চ্যাম্পিয়ন এবং লিগ চ্যাম্পিয়নদের মাঝে বিশেষ প্রতিযোগিতার রীতি আছে। সেটাই মূলত মৌসুমের উদ্বোধনী সূচি হিসেবে বিবেচিত হয়। ইংল্যান্ডে যা কমিউনিটি শিল্ড, জার্মানিতে তা পরিচিত সুপার কাপ নামে। স্পেনে সুপারকোপা দা স্পানা নামে পরিচিত সেই প্রতিযোগিতা অবশ্য এখন রূপ বদলেছে।

এছাড়া নতুন মৌসুমের আগমনী বার্তা দিতে আছে উয়েফা সুপার কাপ। চ্যাম্পিয়ন্স লিগ জয় করা রিয়াল মাদ্রিদ এবং ইউরোপা লিগের বিজয়ী ইতালিয়ান কাব আতালান্টা মুখোমুখি হবে প্রেস্টিজিয়াস এই ম্যাচে। পোল্যান্ডের ওয়ারসজায়াতে ১৫ আগস্ট (১৪ আগস্ট দিবাগত রাত) রাতে মাঠে নামবে দুই দল।

ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে স্প্যানিশ লা লিগাও মাঠে গড়াবে ১৫ আগস্ট। অ্যাতলেটিক বিলবাও এবং হেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্প্যানিশ লিগের নতুন মৌসুমের। বার্সেলোনা মাঠে নামবে ১৮ তারিখ। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। আর রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ ১৯ তারিখ রিয়াল মায়োর্কার বিপক্ষে।

দিন দুয়েক পরেই শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে জমজমাট লিগ হিসেবে পরিচিত ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচেই মাঠে দেখা যাবে ফেবারিট ম্যানচেস্টার ইউনাইটেডকে। একইদিনে মাঠে নামবে লিভারপুল এবং আর্সেনাল। দুই জায়ান্ট চেলসি ও ম্যানচেস্টার সিটি মুখোমুখি হচ্ছে প্রথম ম্যাচডেতে। যদি সেই ম্যাচ হবে ১৮ আগস্ট।

১৭ তারিখেই শুরু হবে ইতালিয়ান সিরি'আ। চ্যাম্পিয়ন ইন্টার মিলানের প্রতিপ গত আসরের সারপ্রাইজ প্যাকেজ জেনোয়া। এসি মিলানকে মাঠে দেখা যাবে ১৮ তারিখ। আর ইতালিয়ান ফুটবলের সফলতম ক্লাব জুভেন্টাস মাঠে নামবে ২০ আগস্ট। একই দিনে লে হার্ভে এবং প্যারিস সেইন্ট জার্মেইনের ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের লিগ ওয়ান।

সবার পরে শুরু হবে জার্মান বুন্দেসলিগা। আগস্টের ২৪ তারিখ থেকে শুরু হবে জনপ্রিয় এই লিগের। গত আসরে ফুটবল দুনিয়াকে চমকে দেওয়া বায়ার লেভারকুসেন নামবে আসরের প্রথম ম্যাচেই। তাদের প্রতিপক্ষ বুরুশিয়া মানশেনগস্নাডবাখ। আরেক ফ্যান ফেভারিট বুরুশিয়া ডর্টমুন্ডকেও দেখা যাবে সেদিনই। আর বায়ার্ন মিউনিখ ২৫ আগস্টের ম্যাচে মুখোমুখি হবে ভলফসবুর্গের।

স্প্যানিশ লা লিগা

শুরু: ১৫ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার।

এই মৌসুমে নবাগত: লেগানেস, রিয়াল ভায়াদোলিদ ও এসপানিওল।

বাংলাদেশে সম্প্রচারকারী চ্যানেল ও পস্ন্যাটফর্ম: স্পোর্টস ১৮,র্ যাবিটহোল।

লা লিগার ৯৪তম মৌসুম হতে যাচ্ছে এটি। ১৫ আগস্ট রাতে উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠ সান মামেসে গেতাফেকে আতিথেয়তা দেবে অ্যাথলেটিক বিলবাও।

ইংলিশ প্রিমিয়ার লিগ

শুরু: ১৬ আগস্ট ২০২৪, শুক্রবার।

এই মৌসুমে নবাগত: লেস্টার সিটি, ইপ্সউইচ টাউন ও সাউদাম্পটন।

বাংলাদেশে সম্প্রচারকারী চ্যানেল ও পস্ন্যাটফর্ম: স্টার স্পোর্টস ওর্ যাবিটহোল।

প্রিমিয়ার লিগের ৩৩তম মৌসুম হতে যাচ্ছে এটি। আর ইংল্যান্ডের কাব ফুটবলের শীর্ষস্তর বিবেচনা করলে ১২৬তম। ১৬ আগস্ট রাতে ওল্ড ট্রাফোর্ডে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড-ফুলহাম।

ফ্রেঞ্চ লিগ ওয়ান

শুরু: ১৬ আগস্ট ২০২৪, শুক্রবার।

এই মৌসুমে নবাগত: সেইন্ট এতিয়েন, অসের ও অঁজে।

বাংলাদেশে সম্প্রচারকারী চ্যানেল: স্পোর্টস ১৮।

লিগ ওয়ান-এর ৮৭তম আসর হতে যাচ্ছে এটি। ১৬ আগস্ট রাতে মৌসুমের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে লা আভর।

ইতালিয়ান সিরি'আ

শুরু: ১৭ আগস্ট ২০২৪, শনিবার।

এই মৌসুমে নবাগত: পার্মা, কোমো ও ভেনেজিয়া।

বাংলাদেশে সম্প্রচারকারী চ্যানেল: স্পোর্টস ১৮,র্ যাবিটহোল।

সিরি'আ'-এর ১২৩তম আসর হতে চলেছে এটি। ১৭ আগস্ট রাতে মৌসুমের প্রথম ম্যাচে জেনোয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান।

জার্মান বুন্দেসলিগা

শুরু: ২৩ আগস্ট ২০২৪, শুক্রবার।

এই মৌসুমে নবাগত: হলস্টাইন কিল ও জাঙ্কট পাওলি

বাংলাদেশে সম্প্রচারকারী চ্যানেল: সনি স্পোর্টস টেন।

বুন্দেসলিগার ৬২তম মৌসুম হতে যাচ্ছে এটি। ২৩ আগস্ট রাতে উদ্বোধনী ম্যাচে বরুসিয়া মনশেনগস্নাডবাখের মুখোমুখি হবে গত মৌসুমের 'ইনভিন্সিবল' বায়ার লেভারকুসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে