বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

বাংলাদেশের কাছে হারের পর বিব্রত ওয়াসিম

ক্রীড়া ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশের কাছে হারের পর বিব্রত ওয়াসিম

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর সমালোচনার তীরে শান মাসুদরা বিদ্ধ হচ্ছেন। স্বাগতিক পাকিস্তান দলের পারফরম্যান্সে ছিল না কোনো ধার। তাতে টেস্টর্ যাংকিংয়েও গড়েছে লজ্জার ইতিহাস। যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক ও লিজেন্ডারি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম যেমন বলেছেন, এই ধাক্কায় বিব্রতবোধ করছেন তিনি।

দুই টেস্টের সিরিজে ২-তে হারটা ছিল পাকিস্তানের ঘরের মাঠে টানা দশম টেস্ট হার! সাবেক পরাশক্তিদের এই অবস্থা দেখে ওয়াসিম আকরাম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেন, 'এটা আমাদের জন্য বড় ধাক্কা। আমাদের ক্রিকেট এখন যে অবস্থানে, তাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই হবে।'

সাবেক ক্রিকেটার হিসেবে কোনোভাবেই এই হার তিনি মেনে নিতে পারছেন না। বিশেষ করে ভালো অবস্থানে থাকার পরও, 'সাবেক ক্রিকেটার ও অধিনায়ক এবং ক্রিকেটপ্রেমী হিসেবে আমি খুব বিব্রত। বিশেষ করে ভালো অবস্থানে থেকে তারা যেভাবে এই ম্যাচ হেরেছে। আমি কিছুতেই ব্যাপারটা বুঝতে পারছি না।'

সাম্প্রতিক সময়ে ঘরের মাঠেও পারফরম্যান্স ভালো নয় পাকিস্তানের। নিজেদের চেনা আঙিনায় গত পাঁচ সিরিজ ধরেই হতাশাজনক পারফরম্যান্স তাদের। ঘরের মাঠে টানা পরাজয়ে নিজেদের মান নিয়েই প্রশ্ন তুলেছেন দেশের হয়ে ১০৪ টেস্ট ও ৩৫৬ ওয়ানডে খেলা ওয়াসিম, 'ঘরের মাঠে টানা হারছি আমরা। এই ব্যাপারটাই আমাদের ক্রিকেটের মান তুলে ধরছে। বিশেষ করে আমরা নিয়মিত ঘরের মাঠে হারছি এটা বলে আমাদের ক্রিকেটের মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে।'

তিন বছর ধরে ঘরের মাঠে টেস্টে বাজে রেকর্ড ধরে রেখেছে পাকিস্তান। হেরেছে ৬টি। ড্র করেছে ৪টি! তার মধ্যে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়টিও ছিল ২০২২ সালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে