বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

শীর্ষে ইতালি

ক্রীড়া ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শীর্ষে ইতালি

ফরাসিদের হারিয়ে নেশন্স লিগ শুরু করা ইতালি নিজেদের অবস্থান আরও শক্ত করল। যদিও শুরুটা একটু অগোছালো হলেও দ্রম্নতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইতালি। আর শেষ দিকে ব্যবধান কমিয়ে ইসরাইল নাটকীয়তার আভাস দিলেও শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। টানা দুই জয়ে উয়েফা নেশন্স লিগে গ্রম্নপের শীর্ষে অবস্থান মজবুত করেছে লুচিয়ানো স্পালেত্তির দল। সোমবার রাতে 'এ' লিগের ২ নম্বর গ্রম্নপের ম্যাচে ইসরাইলের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইতালিয়ানরা। ডেভিড ফ্রাত্তেসি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ময়েসে কিন। দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি।

তিন দিন আগে ফ্রান্সের মাঠে স্মরণীয় জয় পাওয়া ইতালি এদিন শুরুতে কিছুটা এলোমেলো ছিল। প্রথম আধা ঘণ্টায় গোলের জন্য তিনটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। তবে ৩৮তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিয়েই গোল পেয়ে যায় সফরকারীরা। ডি-বক্সের মধ্যে থেকে গোলটি করেন ফ্রাত্তেসি। গত শুক্রবার ফরাসিদের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেছিলেন ইন্টার মিলানের এই মিডফিল্ডার।

পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় ইতালি। তবে জিয়াকোমো রাসপাদোরির এবারের প্রচেষ্টাটি রুখে দেন গোলরক্ষক। বল দখলে অনেকটাই পিছিয়ে থাকা ইসরাইল প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে একটিমাত্র শট নিতে পারে, সেটাও ছিল লক্ষ্যভ্রষ্ট। ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয়ের পথে এগিয়ে যায় ইতালি। রাসপাদোরির শট গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর গোলটি করেন কিন। ফিফার্ যাংকিংয়ের ৭৮ নম্বর দলটি নির্ধারিত সময়ের শেষ মিনিটে ইতালির জালে বল পাঠায়। মোহাম্মদ আবু ফানির ওই গোলে ক্ষণিকের জন্য হলেও হয়তো দুর্ভাবনায় পড়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে বাকিটা সময় আর কোনো বিপদ হতে দেয়নি তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে