শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পিসিবি থেকে পদত্যাগ করলেন ইউসুফ

ক্রীড়া ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পিসিবি থেকে পদত্যাগ করলেন ইউসুফ
পিসিবি থেকে পদত্যাগ করলেন ইউসুফ

কিছুদিন আগেই ঘরের মাটিতে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। এ নিয়ে তোলপাড় পাকিস্তানের ক্রিকেট। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন দেশটির কিংবদন্তি ব্যাটার

মোহাম্মদ ইউসুফ।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। 'এক্স'-এ দেওয়া বার্তায় তিনি লিখেছেন, 'ব্যক্তিগত কারণে পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করছি। দারুণ এই দলের সেবা করতে পারা আমার জন্য অনেক সৌভাগ্যের এবং পাকিস্তান ক্রিকেটের উন্নতি ও সাফল্যে অবদান রাখতে পারায় আমি গর্বিত। আমাদের ক্রিকেটারদের তারুণ্য এবং উদ্দীপনায় আমার বিশ্বাস আছে এবং তাদের মাধ্যমে দারুণ কিছু হোক এই প্রত্যাশা করছি।'

পাকিস্তান দলের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ হতাশাজনক। টি২০ বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর ঘরের মাঠে তারা ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশের কাছে। এ নিয়ে পাকিস্তানের নির্বাচক প্যানেল কড়া সমালোচনার মুখে পড়েছে। এর মধ্যেই দায়িত্ব ছাড়লেন ২০২৪ সালের মার্চে দায়িত্ব নেওয়া ইউসুফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে