বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

সাফে রানার্সআপ হয়ে ফিরল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
ভুটান থেকে রানার্সআপ হয়ে মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল -ওয়েবসাইট

সাফ অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টের ফাইনালে শক্তিধর ভারতের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। শিরোপা জয়ের স্বপ্ন অধরা থেকে গেল এবারও। সোমবার ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। গ্রম্নপ পর্বের দেখায় তাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল সাইফুল বারী টিটুর দল। মঙ্গলবার সকালে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে ফুল দিয়ে সাফের রানার্সআপদের বরণ করে নিয়েছেন বাফুফের কর্মকর্তারা।

'ফাইনাল হবে ফাইনালের মতো', বাংলাদেশ কোচের এ ঘোষণার প্রতিফলন দেখা যায়নি আক্রমণভাগে। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া ভারতের রক্ষণে তেমন কোনো ভীতি ছড়াতে পারেনি বাংলাদেশ। অল্প-স্বল্প সুযোগ যা এসেছিল, তাও কাজে লাগাতে পারেননি মোর্শেদ-মানিকরা। যে কারণে শিরোপা জয়ের স্বপ্নটাও পূরণ করতে পারেনি লাল-সবুজরা। বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৫, ১৬ ও ১৭ ক্যাটাগরিতে হয়েছে। অনূর্ধ্ব-১৫ ও ১৬ ক্যাটাগরিতে একবার করে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৭ তে এই প্রথম রানার্সআপ হলো তারা। ২০২২ সালে অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে হওয়া প্রথম আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। ফাইনাল ম্যাচ সম্পর্কে কোচ টিটু বলেন, মাঝমাঠ নিয়ন্ত্রণে রেখে খেলার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি তার দল। দ্বিতীয়ার্ধে মনোযোগের ভুলে হজম করা প্রথম গোলের কারণে সবকিছু কঠিন হয়ে পড়েছিল বলেও মনে করেন তিনি, 'আমাদের পরিকল্পনা ছিল, মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ পেলে আমরা পাল্টা আক্রমণে যাব, সেটা অনুপস্থিত ছিল। দেখা যাচ্ছে, অনেক সময় আমরা বল পেলেও আবার তা হারিয়েছি। রোটেশন-পজিশন, লং পাস, অনন্য সাধারণ ডিফেন্ডার- এসব দিকে আমার মনে হয়েছে, ভারত খুবই ভালো দল।'

'আগেই বলেছিলাম, প্রতিপক্ষ (ভারত) শক্তিশালী। তবে আমরা ম্যাচটা যদি এগিয়ে নিয়ে যেতে পারতাম, তাহলে সেটা আমাদের জন্য পস্নাস পয়েন্ট হতো, মানে এগিয়ে নিতে পারলে খেলাটা টাইব্রেকারে নিয়ে যাওয়া যেত। আমার মনে হয়, মনোযোগ, শৃঙ্খলার অভাবেই কর্নার থেকে গোলটা খাই। সুযোগ তৈরি করার বিষয় ছিল, খেলোয়াড় বদলে অনেকভাবেই চেষ্টা করেছি, রাইটব্যাক তুলে ফরোয়ার্ড নামিয়েছিলাম ম্যাচের প্রভাব রাখার জন্য, কিছু সুযোগও এসেছিল কিন্তু হয়নি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে যখন দ্বিতীয় গোলটি হয়, তখন আর কিছু করার ছিল না। ভারত আমাদের চেয়ে শ্রেয়তর দল।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে