আগামী মঙ্গলবার শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম টেস্ট। ম্যাচটি খেলতে ইতিমধ্যে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দলে থাকলেও জাকির হাসান যাচ্ছেন না। কারণ তিনি সিলেটের হয়ে জাতীয় ক্রিকেট লিগে খেলছেন।
ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানাবুদ হওয়ার পর চট্টগ্রাম টেস্ট নিয়ে বেশ সিরিয়াস বাংলাদেশ দল। তবে এই ম্যাচের আগে অদ্ভুত এক ঘটনা দেখা গেল। চট্টগ্রামের উদ্দেশে বাংলাদেশ দল ঢাকা ছাড়ার দিনে জাতীয় ক্রিকেট লিগে সিলেটের হয়ে চারদিনের টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন স্কোয়াডের অন্যতম সদস্য জাকির।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন, দলের প্রয়োজনে তাকে এনসিএল ম্যাচ শেষের আগেও আনা হতে পারে।
হান্নান আরও বলেন, 'বাইলজ অনুযায়ী বিসিবি যে কোনো ক্রিকেটারকে প্রয়োজন অনুযায়ী দলে ডেকে নিতে পারে। সে সিলেটে আছে সমস্যা নেই, প্রয়োজন হলে তাকে শেষের আগেই আনা হবে।'
জানা গেছে, চট্টগ্রাম টেস্ট দলে জাকিরের জায়গা পাওয়ার সম্ভাবনা তেমন নেই বলেই এই ম্যাচে খেলানো হচ্ছে জাকিরকে। শুধু তাই নয়, এই ম্যাচের নেতৃত্বও সামলাচ্ছেন জাকির। এ প্রসঙ্গে সিলেট দলের ম্যানেজার ওয়াসিকুজ্জামান দেশের একটি গণমাধ্যমকে জানান, 'জাকির আজকের ম্যাচটা খেলছে। সে অধিনায়কত্ব করছে। চট্টগ্রামে তার খেলার সম্ভাবনা নেই বলে দল থেকে তাকে ছাড়া হয়েছে।'
সিলেটের বিপক্ষে চট্টগ্রামের এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ঠিক চারদিনেই ম্যাচটি শেষ হলে চট্টগ্রামে গিয়ে বাংলাদেশ দলের হয়ে খেলার আর কোনো সুযোগ নেই জাকিরের। অর্থাৎ ম্যাচের আগেই একজন সদস্য কম ধরে ছক সাজাতে হচ্ছে টাইগারদের।
এদিকে গতকাল দুপুরের ফ্লাইটে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল চট্টগ্রাম চলে গেছে। ম্যাচের ভেনু্যতে দুইদিন অনুশীলন করবে দুই দল। আগামী ২৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে নাজমুল শান্ত এবং এইডেন মার্করামের দল। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।