সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

ক্রীড়া ডেস্ক
  ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে হারের ধাক্কা খেতে হয়েছে। এবার যুক্ত হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমের ইনজুরি! আঙুলে চোট পাওয়ায় শেষ দুই ম্যাচে অনিশ্চিত অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য এখনো নিশ্চিত করে কিছু বলেনি।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। চোটের কারণে ব্যাটিং অর্ডারেও নিচের দিকে নামতে হয় তাকে। এই চোটের কারণে সিরিজের পরের দুই ম্যাচ থেকে তিনি ছিটকে গেছেন বলে জানা গেছে। আফগানিস্তানের ইনিংসের একবারে শেষ দিকে আঙুলে ব্যথা পান মুশফিক। প্রাথমিক শুশ্রূষা করে পরে বাকি ম্যাচ খেলেছেন। অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে সাত নম্বরে ব্যাট করতে নামতে দেখা যায়। তখনই উঠে প্রশ্ন। ৩ বলে তিনি ১ রান করে আউট হয়ে যান। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই সিরিজে মুশফিকের খেলা সম্ভবত আর হচ্ছে না, 'হঁ্যা একটা চোট পেয়েছে। যেটা মনে হচ্ছে একটু সিরিয়াস। কতদিনের জন্য বাইরে থাকবে সেটা পরীক্ষার পর বোঝা যাবে। তবে আপাতত মনে হচ্ছে এই সিরিজে আর খেলতে পারবে না।' তবে পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও জানিয়েছেন, মুশফিকের আঙুলের ইনজুরির কথা। তিনি জানিয়েছেন, ধারণা করা হচ্ছে মুশফিকের হেয়ারলাইন ফ্র্যাকচার। তবে পরীক্ষা নিরীক্ষার পরই সব কিছু নিশ্চিত হওয়া যাবে। বিস্তারিত এখনো আমাদের কাছে আসেনি।

শারজায় একই ভেনু্যতে পরের দুই ওয়ানডে ৯ নভেম্বর ও ১১ নভেম্বর। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ দল যাবে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুশফিক দলের গুরুত্বপূর্ণ সদস্য। ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও আছে। চিড় ধরা পড়লে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা নিয়েও শঙ্কায় পড়বেন তিনি। আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে প্রথম টেস্ট, ৩০ নভেম্বর হবে দ্বিতীয় টেস্ট। তবে দলটির বিপক্ষে ওয়ানডে সিরিজ ৮ ডিসেম্বর থেকে, চিড় ধরা পড়লেই সেই সিরিজে খেলতে পারেন এই তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে