সিরিজে সমতা থাকায় শেষ ওয়ানডেটি ছিল সিরিজ নির্ধারণী। তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। যার পেছনে বড় অবদান কেসি কার্টি ও ব্র্যান্ডন কিংয়ের। সেঞ্চুরি হাঁকিয়েছেন দুজনই।
ব্রিজটাউনে টস হেরে শুরুতে ব্যাট করেছিল ইংল্যান্ড। কিন্তু ক্যারিবিয়ান বোলিং তোপ শুরুতেই কাঁপিয়ে দেয় তাদের। ২৪ রানে হারায় ৪ উইকেট। সেখান থেকে দলকে চ্যালেঞ্জ জানানোর মতো স্কোরের ভিত গড়তে অবদান রাখেন ওপেনার ফিল সল্ট। ৭৪ রানের ইনিংস উপহার দেন তিনি। তাছাড়া শেষের দিকের ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংও ভূমিকা রাখে। দলের ৯৪ রানে স্যাম কারান ৪০ রান করে আউট হলে ফিল সল্ট দলকে ১৬৪ রান পর্যন্ত নিয়ে গেছেন। তার পর দলকে এগিয়ে নেন ড্যান মুজলি। ৫৭ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। শেষ দিকে কার্যকরী ইনিংস উপহার দেন দুই পেসার জেমি ওভারটন ও পেসার জোফরা আর্চার। ওভারটন ২১ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলে ফিরেছেন। তবে আর্চার ছিলেন আরও বিধ্বংসী। ১৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন তিনি। তাতেই ৮ উইকেটে ২৬৩ রানের সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড।