সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর প্রথম গোলের দেখা পেয়েছিল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচের জয়খরা কাটানোরও স্বপ্ন দেখছিল তারা। কিন্তু হতাশায় ডুবল তারা। লিগে টানা দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও হার এড়ালো চেলসি। আগের ম্যাচে উয়েফা কনফারেন্স লিগে ৮-০ গোলে নোয়াহ এফসিকে উড়িয়ে দিয়েছিল চেলসি। রোববার লিগে ফিরে তারা স্ট্যামফোর্ড ব্রিজে ১-১ গোলে ড্র করল আর্সেনালের সঙ্গে। লিগে আগের ম্যাচে ম্যানইউর সঙ্গেও একই ফল দেখেছিল বস্নম্নরা। আর লিগে এ নিয়ে টানা চার ম্যাচ জয়বঞ্চিত হলো আর্সেনাল। লিগে নিউক্যাসেল ও চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে আগের দুই ম্যাচে ১-০ গোলে হেরেছিল আর্সেনাল। চেলসির মাঠে ৬০তম মিনিটে জাল কাঁপিয়ে তারা জয়ের স্বপ্ন দেখতে থাকে। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের বাড়ানো বলে নিখুঁতভাবে জালে বল ঠেলে দেন গ্যাব্রিয়েল মার্তিনেলিস্ন। চেলসি ১০ মিনিট পর সমতা ফেরায়।