শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

অলরাউন্ডারদেরর্ যাংকিংয়ে দুইয়ে মিরাজ

ক্রীড়া ডেস্ক
  ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
অলরাউন্ডারদেরর্ যাংকিংয়ে দুইয়ে মিরাজ
অলরাউন্ডারদেরর্ যাংকিংয়ে দুইয়ে মিরাজ

অনেকদিন ধরেই ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করছেন মেহেদী হাসান মিরাজ। তাতে আইসিসির অলরাউন্ডারদেরর্ যাংকিংয়েও উন্নতি হয়েছে তার। বিশ্বসেরা হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন মিরাজ। টেস্ট অলরাউন্ডারদেরর্ যাংকিংয়ে দুইয়ে অবস্থান করেছেন এই তারকা। মিরাজ পেছনে ফেলেছেন ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিনকে। যদিও সাম্প্র্রতিক সময়ের হিসেবে কোনো ম্যাচ না খেলেই এই ভারতীয় তারকাকে পেছনে ফেলেছেন মিরাজ। মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে ভালো পারফর্ম করতে না পারায় অশ্বিন নেমে গেছেন তিনে। এই সুযোগে মিরাজ উঠেছেন দুইয়ে। অবশ্য যে কোনো সময় আবার তিনে কিংবা আরও নিচে নামতে পারেন মিরাজ। অশ্বিনের সঙ্গে তার পয়েন্টের ব্যবধান মাত্র ১। মিরাজের রেটিং পয়েন্ট এখন ২৮৪, অশ্বিনের ২৮৩। বর্ডার-গাভাস্কার সিরিজের বাকি সময়টায় অশ্বিন খেললে আবার জায়গা ফিরে পাওয়ার সুযোগ তার থাকবে। বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পেলেন সুখবর। আইসিসি টেস্ট অলরাউন্ডারদেরর্ যাংকিংয়ে তার অবস্থান এখন দুইয়ে। তিনি এগিয়েছেন দুই ধাপ। বুধবার ক্রিকেটারদেরর্ যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে