ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী বছরখানেক ধরে রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন।
বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। তার শিগগিরই দেশে ফেরার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন স্বামী ও অভিনেতা ওমর সানি।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেন, ‘মৌসুমী এখনই ফিরছেন না। আমার শাশুড়ির শরীরটা ভালো না, শাশুড়িকে সময় দিচ্ছেন। আমার মেয়ের পড়াশোনা, সে যুক্তরাষ্ট্রে একা থাকবে সেটা হতেই পারে না। তাদের কথা চিন্তা করে মনে হয়েছে মৌসুমীর সেখানে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। সবকিছু মিলিয়ে তার দেশে ফিরতে কিছুটা সময় লাগবে। ২০২৩ সালের অক্টোবরে দেশ ছাড়েন মৌসুমী। এর আগে যুক্তরাষ্ট্রে গেলেও এত দীর্ঘ সময় সেখানে অবস্থান করা এই প্রথম।
অভিনয়ে ফেরার সম্ভাবনা নিয়ে ওমর সানি বলেন, ‘তার (মৌসুমী) অভিনয়ে ফেরার ইচ্ছা এখন আর নেই। এখনকার পরিস্থিতি দেখার পর সে আমাকে বলেছে, ‘সানী, আমি ভুলে যেতে চাই, আমি মৌসুমী ছিলাম’। এই কথাটা খুবই কষ্টের, দুঃখের একটা বিষয়। তার মতো একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে এমন ভাবনা তো কারো নেই।’
নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করেন সানি। তার ভাষায়, নতুনরা যারা এখন লিড করছে তারা তো পাত্তাই দিতে চান না। অনেকেই ভাবে তারা এখন মৌসুমীর চেয়ে অনেক বড় তারকা হয়ে গেছেন।
সৌজন্যবোধের ঘাটতি খুব স্পষ্ট।’ তবে, এসব নিয়ে তিনি আর মনোযোগ দিচ্ছেন না বলেও জানান। বলেন, ‘ক্যামেরা থেকে যতটা দূরে থাকা যায়, ততটাই ভালো।’
অভিনয়ের পাশাপাশি সঙ্গীত ও পরিচালনাতেও সরব ছিলেন মৌসুমী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন আয়োজনে গাইতেও দেখা গেছে তাকে। গত ২৭ এপ্রিল ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল’-এ তিনি মঞ্চে পারফর্ম করেন।
১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌসুমীর। তার প্রথম নায়ক ছিলেন প্রয়াত সালমান শাহ। শুরুর দিকে তাদের জুটিতে একাধিক জনপ্রিয় ছবি মুক্তি পেলেও পরে দুজনেই আলাদা আলাদা কাজ করতে শুরু করেন। মৌসুমীর দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন বহু সুপারহিট সিনেমা; পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা।
এদিকে ওমর সানি এখন বেশ ব্যস্ত রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে। অভিনয় থেকেও পুরোপুরি দূরে নন জানিয়ে বলেন, ‘অভিনয় থেকে দূরে থাকার কোনো কারণ নেই, আমার চলচ্চিত্রের সঙ্গে এখন সংযোগটা একটু কম। তাই খুব বেশি কাজ দেখা যাচ্ছে না। তবে, কাজের প্রস্তাব আসে না তা কিন্তু নয়।
আমি কাজ করার অনেক স্কোপ পাই কিন্তু আমার কাজ করা হয় না। কারণ অনেক কাজের প্রস্তাব আসেÑ যা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না।’ তিনি জানান, সামনে একটি নতুন সিনেমায় দেখা যেতে পারে তাকে। সবকিছু ঠিক হলে নিজেই বিস্তারিত জানাবেন।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিয়ে করেন মৌসুমী ও ওমর সানি। তাদের প্রথম সিনেমা ছিল ‘দোলা’, এরপর একসঙ্গে কাজ করেছেন ‘প্রিয় তুমি’, ‘মুক্তির সংগ্রাম’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’সহ বহু ছবিতে।
সর্বশেষ ২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পায় তাদের অভিনীত ‘সোনার চর’ সিনেমা।
যাযাদি/আর