রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত আসামী সহ গ্রেফতার ৩

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০৩ মে ২০২৫, ১৩:৪৫
জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত আসামী সহ গ্রেফতার ৩
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার একজন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই রিফাত সিকদার, এএসআই জাহাঙ্গীর আলম সহ একদল পুলিশ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

নিয়মিত মামলার আসামী পৌর সদরের শেরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রাজ্জাক মিয়া (২৪) ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী উপজেলার কামারখাল গ্রামের আমরুজ খানের ছেলে মো. আঞ্জব খান (৪৫) একই গ্রামের আমিন উল্লাহের ছেলে মো. লাভলু মিয়া (৪৩)কে গ্রেফতার করেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার একজন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের শনিবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে