শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সাঁতারুদের উন্নতি অতপর বিদায়

ক্রীড়া প্রতিবেদক
  ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সাঁতারুদের উন্নতি অতপর বিদায়

ফিনার বিশ্ব সাঁতারে নিজেদের ছাড়িয়ে গেছেন বাংলাদেশের দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও যুথি আক্তার। কিন্তু এরপরও হাঙ্গেরির বিশ্বমঞ্চ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। বৃহস্পতিবার হাঙ্গেরির বুদাপেস্টে পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে বাংলাদেশের সামিউল  ২৫.০৯ সেকেন্ডে সময় নিয়ে নিজের সাঁতার শেষ করেন। ক্যারিয়ারে এটা তার রেকর্ড। কারণ, গত মাসে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপে নৌবাহিনীর এই সাঁতারু রেকর্ড গড়েছেন ২৬.৭৯ সেকেন্ডে। এরপরও ৫১ জনের মধ্যে ৪৮তম। মেয়েদের বিভাগে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৬ জনের মধ্যে ৫০তম যুথি আক্তারের টাইমিং ৩১.৯৪ সেকেন্ড। যা তার জাতীয় চ্যাম্পিয়নশিপে গড়া নতুন রেকর্ডের চেয়ে ০.৮০ সেকেন্ড কমিয়েছেন। এক নম্বর হিটে আটজনের মধ্যে তৃতীয় হলেও গড় হিসাবে বাদ পড়েন যুথি আক্তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে