প্রথমবারের মতো নারী ক্রিকেট দল খেলছে প্রথম শ্রেণীর ক্রিকেট। প্রথম রাউন্ডে সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং ফারজানা হক পিংকি। দ্বিতীয় রাউন্ডে এলো আরও একটি সেঞ্চুরি। পূর্বাঞ্চলের ওপেনার দিলারা দোলা পেয়েছেন দারুণ এক সেঞ্চুরি।
বৃহস্পতিবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে পূর্বাঞ্চল। শুরুতেই স্বপ্না ২ রানে ফিরলে দ্বিতীয় উইকেটে দিলারা ও জান্নাতুল ফেরদৌস মিলে ১৫৪ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। দলীয় ১৫৯ রানে আউট হন দিলারা। তার আগে ১৩১ বলে ১১ চার ও ২ ছক্কায় ১০২ রান করেন তিনি। বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সেঞ্চুরিয়ান তিনিই।
২০ বছর বয়সি দিলারার জাতীয় দলের হয়ে অভিষেক ২০২২ সালে। ২০ টি২০ ম্যাচে ১০০.৪৭ স্ট্রাইক রেটে করেছেন ২৬৭ রান। ২ ওয়ানডেতে করেছেন কেবল ৮। সেই দিলারার বিসিএলে সেঞ্চুরি করে বিশেষ বার্তা দিয়ে রাখছেন।