বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বিপিএল দিয়ে ফেরার পথটা তৈরি করতে চান সাব্বির

ক্রীড়া প্রতিবেদক
  ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বিপিএল দিয়ে ফেরার পথটা তৈরি করতে চান সাব্বির
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অনেক দিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান রুম্মান -ওয়েবসাইট

মাঠ ও মাঠের বাইরে নানা কারণে আলোচনায় থাকেন সাব্বির রহমান রুম্মান। গত দুই বছর ধরে তিনি বাংলাদেশ জাতীয় দলের বাইরে। বর্তমানে দলে ফেরার লড়াই করছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। এবার সাব্বির খেলবেন শাকিব খানের ঢাকা ক্যাপিলটসে। এই টুর্নামেন্টে ভালো খেলেই এখন জাতীয় দলে ফেরার পথটা তৈরি করতে মুখিয়ে আছেন তিনি।বিপিএলের অনুশীলন চলছে মিরপুরের একাডেমি মাঠে। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হবে সাব্বির বলেন, 'গত বিপিএল খেলিনি, এটা তো আমার হাতে নেই। যার যার দলের ব্যাপার, পরিকল্পনার অংশ। গতবার সুযোগ পাইনি, এবার পেয়েছি। আমার জন্য কামব্যাক করার সুযোগ। (জাতীয় দলের জন্য) তৈরি তো অবশ্যই হচ্ছি। বয়স তো এখনও বাকি আছে আমার। চেষ্টা করছি কামব্যাক করতে। এজন্যই মাঠে আসছি, অনুশীলন করছি। বিপিএলে সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে যাচ্ছি। আশা তো সবাই করে। আমার পরিবারও করে, আমিও করি। আশাটা কীভাবে পূরণ হবে, সেটা ভালো খেলার পরে। তো চেষ্টা করবো ভালো খেলে আবার কামব্যাক করার জন্য।'

আসন্ন বিপিএলে নিজেক প্রমাণ করতে চান কিনা এমন প্রশ্নের জবাবে সাব্বির বলেছেন, 'প্রমাণ তো এর আগেও করেছি অনেকবার। তবে নিজেকে মেলে ধরাটা আমার নিজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কায় একটা বড় টুর্নামেন্ট খেলে এসেছি। আশা করি, নার্ভাস হবো না।দুই-একটা ভালো রান করতে পারলে আত্মবিশ্বাস আরও বাড়বে। দলের যে দায়িত্ব থাকবে, সে অনুযায়ী খেলার চেষ্টা করবো।'

1

লংকান টি-টেনে সাব্বির ভালো খেলেছেন। ওই টুর্নামেন্টের আত্মবিশ্বাস এখানে কাজে দেবে বলে মনে করেন সাব্বির, 'আত্মবিশ্বাস তো অবশ্যই বেড়েছে। যেহেতু একটা ভালো টুর্নামেন্ট (লঙ্কা টি-টেন) গেছে। আমার মনে হয়, যতটুকুই খেলতে পেরেছি, আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি।'

বছরের পর বছর ধরে বাংলাদেশের ক্রিকেট মিরপুর কেন্দ্রিক। অনুশীলন, জিমনেশিয়ামসহ আধুনিক সব সুযোগসুবিধা কেবল এই মিরপুরেই আছে। বিশেষ করে বিপিএল শুরুর আগে প্রচুর চাপ পড়ে এই মাঠটিতে। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে নতুন বোর্ড এসেছে। সাব্বির শুধু মিরপুর কেন্দ্রিক নয়, পুরো দেশেই অনুশীলন সুবিধা আশা করছেন তিনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে যাওয়া বিসিবি থেকে এই উদ্যোগ আশা করছেন সাব্বির রহমান, 'জাতীয় দলে ফেরার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি কোথায় অনুশীলন করতে চান? যদি মিরপুরে করেন, তাহলে এটা অসম্ভব। কারণ এখানে জাতীয় দলের ক্রিকেটাররা থাকে, অনেক ব্যস্ততা থাকে। এই সুবিধা যদি সব বিভাগে ছড়িয়ে দেওয়া যায়, যারা ত্রিশ জনের বাইরে থাকবে বা পাইপলাইনের আশপাশে থাকবে, তারা সেগুলো ব্যবহার করতে পারবে। মেশিন বা (কংক্রিট) স্স্ন্যাব ব্যবহার করতে পারবে।'

\হসাব্বির আরও বলেন, 'আমি নিজের খরচে স্স্ন্যাব কিনেছি, মেশিন ব্যবহার করেছি। উদীয়মান যারা আছে, তাদের হয়তো সেই সামর্থ্য নাও থাকতে পারে। এই (অনুশীলন সুবিধার) পরিকল্পনা সব বিভাগের জন্য করা উচিত। যেন এই সুবিধা কাজে লাগিয়ে যে কেউ দলে কামব্যাক করতে পারে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে