নিজেদের আঙিনায় শুরুতে গোল হজমের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল লিভারপুল। আক্রমণের তোড়ে লেস্টার সিটিকে ভাসিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান সুসংহত করল আর্না স্স্নটের দল। অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে লিভারপুল।
জর্ডান আইয়ুর গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরান কোডি গাকপো। দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে নিয়ে প্রিমিয়ার লিগে শততম ম্যাচের মাইলফলক রাঙান কার্টিস জোন্স। শেষ দিকে তৃতীয় গোলটি করেন মোহামেদ সালাহ। ১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪২, দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৭ পয়েন্ট বেশি। তাদের হাতে ম্যাচও বেশি আছে একটি। লেস্টারের বিপক্ষে লিভারপুলের আধিপত্যের প্রমাণ মেলে পরিসংখ্যানেও। প্রায় ৬৯ শতাংশ পজেশন ধরে রেখে গোলের জন্য ২০টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে সফরকারীদের ৪ শটের একটি লক্ষ্যে ছিল। ষষ্ঠ মিনিটে লক্ষ্যে একমাত্র সেই শটে লিভারপুলকে স্তব্ধ করে এগিয়ে যায় লেস্টার। বাঁ দিক থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে চমৎকার ফিনিশিংয়ে জালে পাঠান ঘানার ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড আইয়ু। একের পর এক আক্রমণ করে গেলেও জালের দেখা পাচ্ছিল না লিভারপুল। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে সালাহর শট ক্রসবারেও লাগে।