বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

উলভসের মাঠেও ধরাশায়ী ম্যানইউ

ক্রীড়া ডেস্ক
  ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
উলভসের মাঠেও ধরাশায়ী ম্যানইউ

প্রতিপক্ষের সেট পিসে আরও একবার রক্ষণ এলোমেলো হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যানইউ)। কর্নার থেকে সরাসরি দুর্দান্ত এক গোল করলেন মাথেউস কুইয়া। ঐতিহ্যবাহী দলটি পরে ঘুরে দাঁড়াবে কী, উল্টো গোল হজম করল আবারও। অসাধারণ এক জয়ের আনন্দে ভাসল উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স। প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে হেরেছে দ্বিতীয়ার্ধে এক জন কম নিয়ে খেলা ইউনাইটেড। অন্তিম সময়ে দ্বিতীয় গোলটি করেন হাং হি-চান।

আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও, ফিনিশিংয়ের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি প্রতিযোগিতার সফলতম ক্লাব ম্যানইউ। আমুরির কোচিংয়ে লিগে আগের চার ম্যাচের তিনটিতেই হেরেছে ইউনাইটেড। এর মধ্যে সবশেষ গত রোববার বোর্নমাউথের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল দলটি। দলটির বাজে পথচলা দিনে দিনে কেবল খারাপই হচ্ছে। আসরে অষ্টম হারের স্বাদ পেল ইউনাইটেড। ১৮ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে তারা।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে