মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

তামিমের অধীনে খেলে 'অনেক মজা' পান নাঈম

ক্রীড়া প্রতিবেদক
  ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
তামিমের অধীনে খেলে 'অনেক মজা' পান নাঈম
ফরচুন বরিশালের হয়ে বিপিএলে খেলতে আসায় শাহিন শাহ আফ্রিদিকে অভিনন্দন জানাচ্ছেন একই দলের তামিম ইকবাল -ওয়েবসাইট

ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের মাঝপথে ক্রিকেট থেকে অবর্সথ নিয়ে ফেলেছিলেন তৎকালীন অধিনায়ক তামিম ইকবাল। এরপর অনেক নাটক শেষে বর্তমানে জাতীয় দলের সঙ্গে না থাকলেও এনসিএল টি২০ দিয়ে মাঠে ফিরেছেন তিনি। এবার বিপিএলে খেলার প্রস্তুতি নিচ্ছেন। তাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত তার সতীর্থ নাঈম হাসান।

গতবারের মতো এবারও বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। দলটির নেতৃত্বেও থাকছেন তিনি। শেষ আসরে তার অধীনেই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল দলটি। সেই দলে ছিলেন না নাঈম। এবার পেস্নয়ার্স ড্রাফটে তাকে দলে টেনেছে তামিমরা। জাতীয় দলের মতো এই ফ্র্যাঞ্চাইজি লিগেও তামিমের সঙ্গে উপভোগ করতে চান এই তরুণ অফস্পিনার।

বিপিএল শুরুর আগে শুক্রবার অনুশীলনের ফাঁকে তামিমের অধীনে খেলার সুবিধা জানিয়ে নাঈম বললেন, ্তুঅবশ্যই তামিম ভাই তো- ওনার সঙ্গে আগেও খেলেছি সিনিয়র, ওনার আন্ডারে খেলে অনেক মজা। ন্যাশনাল টিমে যখন উনি ছিল তখনও ছিল। উনি টিমে থাকলে সব সময় আলাদা সাপোর্ট পাওয়া যায়।

সবমিলিয়ে দলের পরিবেশে দারুণ খুশি এই স্পিনার, আলহামদুলিস্নলাহ আমাদের দলের পরিবেশ খুবই ভালো। আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হইছি, এখন সবাই ওই চিন্তা-ভাবনাতেই আছে। দলটাকে যত তাড়াতাড়ি গোছানো যায়। আমরা তো সবাই একসঙ্গে খেলি। আলহামদুলিস্নলাহ পরিবেশ খুবই ভালো।

তবে ব্যক্তিগতভাবে কিছুটা হলেও নাঈমের গায়ে রয়েছে টেস্ট ক্রিকেটারের ট্যাগ। অবশ্য নিজেকে সকল সংস্করণের জন্যই উপযোগী মনে করেন তিনি, অনেকে (টেস্ট ক্রিকেটার) মনে করলে তো আমি মনে করি না। আমি মনে করি সব ফরম্যাটের জন্য আলস্নাহর রহমতে রেডি। আমার যখনই যে খেলাটা আছে সেটা এনজয় করি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে