মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আবারো সুযোগের অপেক্ষায় আলিস

ক্রীড়া প্রতিবেদক
  ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আবারো সুযোগের অপেক্ষায় আলিস
আবারো সুযোগের অপেক্ষায় আলিস

সদ্য সমাপ্ত এনসিএল টি২০ টুর্নামেন্টে বল হাতে আলো ছড়িয়েছেন আলিস আল ইসলাম। ঢাকা মেট্রোর হয়ে ১০ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। আসন্ন বিপিএলে আলিস মাঠ মাতাবেন চিটাগাং কিংসের হয়ে। মিরপুর শেরেবাংলার মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই জানালেন নিজের পরিকল্পনা নিয়ে।

আলিস বলেন, 'যখন জাতীয় দলে ডাক পেলাম, এরপরই চোট পাই। প্রায় সাড়ে তিন মাস ছিল। বিপিএল, শ্রীলঙ্কা সিরিজ এমনকি আমাদের প্রিমিয়ার লিগ মিস হয়ে গেছে। আর প্রিমিয়ার লিগের পর তো আমাদের সাধারণত খেলা থাকে না। ফোর ডে এনসিএল আমি খেলিনি। এনসিএল টি২০ দিয়েই শুরু করি। এর আগে অস্ট্রেলিয়া ও ওমান সফরে ছিলাম। দুইটা সফরই ভালো গেছে। অস্ট্রেলিয়ায় দলও ভালো করে, আমিও ভালো করি। ওমান সফরেও সবকিছু ভালো যায়। লাইমলাইটের ব্যাপারটা... খেলা থাকলে অবশ্যই লাইমলাইটে আসা যেত। এনসিএল টি২০ হয়েছে, ভালো খেলার চেষ্টা করেছি। ফল আপনারা দেখতেই পেয়েছেন।'

চোটে পড়ার পর আলিসের সঙ্গে নির্বাচক হান্নান সরকারের নিয়মিত ছিল যোগাযোগ। আলিস বলেন, 'আসলে নির্বাচকদের সঙ্গে সবসময়ই কথাবার্তা হয়। বিশেষ করে হান্নান ভাইয়ের সঙ্গে। তার সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা হয়। ক্রিকেটের বাইরের কথাও হয়। সবকিছু নিয়ন্ত্রণের ভেতরেই আছে। এখন ভালো একটা সুযোগ লাগবে। ভালো পারফর্ম করতে হবে। জাতীয় দল তো সহজ নয়।'

'একবার সুযোগ পেয়েছি দেখে বারবার আমার জন্য এটা সহজ হয়ে যাবে এমন নয়। আবার জাতীয় দলে খেলতে হলে আমাকে প্রমাণ করেই আসতে হবে। বিপিএল একটা ভালো মঞ্চ। আবার সুযোগ এসেছে প্রমাণ করার। ইনশাআলস্নাহ্‌? চেষ্টা করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে