ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে ছুটছে লিভারপুল। একের পর এক ম্যাচে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে পয়েন্ট টেবিলে এখন শীর্ষে তারা। লিগ শিরোপার দৌড়ে বাকিদের তুলনায় এগিয়ে আছে অনেকটা। এমন পরিস্থিতি থেকেও অবশ্য শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হওয়ার অভিজ্ঞতা আছে মোহামেদ সালাহর। তবে এবার ট্রফি পুনরুদ্ধার করতে আশাবাদী ইংলিশ ক্লাবটির তারকা ফরোয়ার্ড।
ঘরের মাঠ অ্যানফিল্ডে বৃহস্পতিবার লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে লিভারপুল। ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলে দুইয়ে থাকা চেলসির চেয়ে তারা এগিয়ে ৭ পয়েন্টে। মৌসুমের এই অবস্থায় শিরোপা স্বপ্ন দেখতেই পারে লিভারপুল। কিন্তু এমন অবস্থা থেকে আগেও তো শেষ পর্যন্ত স্বপ্ন ভেঙেছে তাদের। সবচেয়ে উলেস্নখযোগ্য ছিল ২০১৮-১৯ মৌসুম। সেবার বড় ব্যবধানে এগিয়ে থেকে অনেকটা সময় শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত হোঁচট খায় তারা। তাদের কাঁদিয়ে শিরোপা জিতে নেয় ম্যানচেস্টার সিটি।
পরের মৌসুমেই অবশ্য বড় ব্যবধানে এগিয়ে থেকে লিগ শিরোপা জেতে লিভারপুল। কিন্তু ২০২০-২১ মৌসুমে ফের সিটির কাছে এক পয়েন্টের ব্যবধানে শিরোপা হারায় তারা। এবার যদিও নিজেদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী সালাহ। মিশরের এই তারকা ফুটবলার বললেন,' এবারের মৌসুম অন্যরকম লাগছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের শান্ত থাকতে হবে। আগেরবার (২০১৮-১৯ মৌসুমে) যখন আমরা এগিয়ে ছিলাম, তখন আমাদের কিছু চোট সমস্যা ছিল এবং শেষ পর্যন্ত আমরা শিরোপা জিততে পারিনি। আশা করি, কোনো চোট সমস্যা ছাড়াই এভাবে খেলা চালিয়ে যাব, সামনে এগিয়ে যাব এবং শিরোপা জিতব। এটা খুবই স্পেশাল। আশা করি, এই ক্লাবের হয়ে আমরা প্রিমিয়ার লিগ জিতব-এটা এমন কিছু আমি যার স্বপ্ন দেখি।'
লিগে আজ রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে খেলবে লিভারপুল। পরে আগামী ৫ জানুয়ারি ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড।