সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

মেলবোর্ন টেস্টে ভারতকে ম্যাচে ফেরালো রেড্ডির সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক
  ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মেলবোর্ন টেস্টে ভারতকে ম্যাচে ফেরালো রেড্ডির সেঞ্চুরি
মেলবোর্ন টেস্টে তৃতীয় দিনে সেঞ্চুরি করে উচ্ছ্বসিত ভারতের নীতিশ কুমার রেড্ডি -ওয়েবসাইট

মেলবোর্নে চতুর্থ টেস্টে আবারও ফলো-অন শঙ্কায় পড়ে গিয়েছিল ভারত। সেই ঝুঁকি থেকে তাদের উদ্ধার করেছেন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। সুন্দর আউট হলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ১০৫ রানে অপরাজিত থেকেছেন নীতিশ। তার ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৫৮ রানে তৃতীয় দিন শেষ করেছে সফরকারী ভারত। তারা অস্ট্রেলিয়ার চেয়ে ১১৬ রানে পিছিয়ে। অবশ্য তৃতীয় সেশনের মাঝপথে বৃষ্টি নামায় আগেভাগে শেষ হয়েছে দিনের খেলা।

সফরকারী দল ৫ উইকেটে ১৬৪ রানে দিন শুরু করেছিল। প্রথম সেশনে আউট হন ঋষভ পান্ত (২৮) ও রবীন্দ্র জাদেজা (১৭)। তখন তাদের স্কোর ছিল ৭ উইকেটে ২২১! তখনও ফলোঅন এড়াতে প্রয়োজন ৫৩ রান। ঠিক চাপের এই সময়েই অষ্টম উইকেট জুটিতে ১২৭ রান যোগ করে ভারতকে ম্যাচে ফেরান ওয়াশিংটন সুন্দর ও নীতিশ কুমার রেড্ডি। ১৬২ বলে ৫০ রান করা সুন্দরকে ফিরিয়ে জুটি ভাঙেন লায়ন। তখন স্কোর ছিল ৮ উইকেটে ৩৪৮। সুন্দর অবশ্য ১৮ রানে জীবনও পেয়েছেন। প্রান্ত আগলে সেঞ্চুরি তুলে নেওয়া নীতিশ কুমার এখন অপরাজিত ১০৫ রানে। তার ১৭৬ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছয়। সঙ্গে ২ রানে ব্যাট করছেন মোহাম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার পেসারদের মধ্যে স্কট বোল্যান্ড ৫৭ রানে ৩ উইকেট নিয়েছেন। ৮৬ রানে তিনটি নিয়েছেন প্যাট কামিন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে