সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নারীদের ক্রিকেট লিগে এক দিনে তিন সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক
  ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নারীদের ক্রিকেট লিগে এক দিনে তিন সেঞ্চুরি
নারী ক্রিকেট লিগে তিন সেঞ্চুরিয়ান নিগার সুলতানা, মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি -ওয়েবসাইট

নারীদের জাতীয় ক্রিকেট লিগে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শনিবার মধ্যাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন তিনি। ২১৮ বলে ১১ বাউন্ডারিতে তিন অঙ্কের ঘর স্পর্শ করেছেন। একই দিনে আরও দুটি সেঞ্চুরি হয়েছে। মধ্যাঞ্চলের মুর্শিদা খাতুন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন। অন্য মাঠে অনুষ্ঠিত আরেক ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন সোবহানা মোস্তারি।

\হএর আগে ওপেনার দিলারা ১০২ রান আর তিথি-সুপ্তার জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৩৫৪ রান তুলে পূর্বাঞ্চল। জবাবে মধ্যাঞ্চলের হয়ে ১৭০ রানের ঝলমলে ইনিংস উপহার দেন ওপেনার মুর্শিদা খাতুন। এরপরই সেঞ্চুরি পান জ্যোতি। তার এবং মুর্শিদার জোড়া সেঞ্চুরিতে ইতোমধ্যে লিড নিয়েছে মধ্যাঞ্চল। অন্য মাঠে অনুষ্ঠিত ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন সোবহানা মোস্তারি। উত্তরাঞ্চলের এই ক্রিকেটার খেলেছেন ১৪৬ বলে ১১৮ রানের ইনিংস।

\হনারীদের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) একের পর এক সেঞ্চুরি হচ্ছে। এর আগে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন মধ্যাঞ্চলের অধিনায়ক নিগার। এরপর ফারজানা হকও পেয়েছেন সেঞ্চুরির দেখা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে