মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়

ক্রীড়া ডেস্ক
  ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়
মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনের শেষ সেশনে ভারতের বিপক্ষে দারুণ জয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা -ওয়েবসাইট

ন্যাথান লায়নের বল শেষ ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজের প্যাডে লাগতেই এলবিডবিস্নউয়ের জোরাল আবেদন করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আঙুল তুলে দিতে সময় লাগল না আম্পায়ারের। উলস্নাসে মেতে উঠলেন লায়ন-কামিন্সরা। ব্যাটসম্যান রিভিউ নেওয়ায় একটু অবশ্য থামতে হলো তাদের। খানিক পরই আবার শুরু হলো উদযাপন। দারুণ এক জয়ে সিরিজে এগিয়ে গেল তারা।

মেলবোর্ন টেস্টের শেষ দিনের চা-বিরতির সময়ও ড্রই মনে হচ্ছিল সবচেয়ে সম্ভাব্য ফল। কিন্তু শেষ সেশনে নাটকীয়ভাবে পাল্টে গেল চিত্র। ভয়াবহ ব্যাটিং ধসে ৩৪ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারাল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ডের ম্যাচে ১৮৪ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। আগামী শুক্রবার সিডনিতে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

সিরিজের চতুর্থ টেস্টে ৩৪০ রানের লক্ষ্য তাড়ায় ভারত গুটিয়ে যায় ১৫৫ রানে। ৩৩ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা সামলে দ্বিতীয় সেশন নির্বিঘ্নে কাটিয়ে দেন জয়সওয়াল ও ঋষণ পান্ত। শেষ সেশনে পান্তের বিদায়ের পরই পথ হারিয়ে ফেলে সফরকারীরা। জয়সওয়াল যদিও চালিয়ে যান লড়াই। তার ২০৮ বলে ৮৪ রানের দারুণ ইনিংস থামিয়ে বড় বাধা দূর করেন কামিন্স। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের সেরাও কামিন্স। ব্যাট হাতে ৪৯ ও ৪১ রানের ইনিংস খেলা অস্ট্রেলিয়ান অধিনায়ক বোলিংয়ে দুই ইনিংসেই নেন ৩টি করে উইকেট।

দিনের দ্বিতীয় ওভারে দারুণ ডেলিভারিতে লায়নকে (৫৫ বলে ৪১) বোল্ড করে ২৩৪ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামানোর পাশাপাশি সিরিজে চতুর্থবার পাঁচ উইকেট পূর্ণ করেন জাসপ্রিত বুমরাহ। সিরিজে তার উইকেট হলো ৩০টি। বছর শেষ করলেন তিনি ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে ৭১ উইকেট নিয়ে। টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ১৫ এর নিচে গড়ে এক পঞ্জিকাবর্ষে অন্তত ৭০ উইকেট নিলেন ৩১ বছর বয়সি এই পেসার।

সম্ভাব্য ৯২ ওভারে ৩৪০ রানের লক্ষ্য তাড়ায় ড্রয়ের জন্য খেলাই ছিল ভারতের জন্য সেরা বিকল্প। সেই লক্ষ্যে প্রথম ১৬ ওভার নিরাপদে কাটিয়ে দেন জয়সওয়াল ও অধিনায়ক রোহিত শার্মা। এরপরই জোড়া ধাক্কা। কামিন্স একই ওভারে ফিরিয়ে দেন রোহিত ও লোকেশ রাহুলকে। আরেকবার অফ স্টাম্পের বাইরের বলে স্স্নিপে ক্যাচ দিয়ে বিদায় নেন কোহলি। সাবেক ভারতীয় অধিনায়ককে ফেরান স্টার্ক। লাঞ্চ বিরতির পর পান্তকে নিয়ে প্রতিরোধ গড়েন জয়সওয়াল। দ্বিতীয় সেশনে তারা কাটিয়ে দেন ২৭.৫ ওভার। জয়সওয়াল ম্যাচে দ্বিতীয় ফিফটি করেন ১২৭ বলে এই ম্যাচে ব্যাটিংয়ে দুই ইনিংসেই ব্যর্থ ট্রাভিস হেড বল হাতে নিয়ে নিজের চতুর্থ ওভারে ভাঙেন ১৯৭ বল স্থায়ী ৮৮ রানের জুটি। শর্ট বল উড়িয়ে মেরে বাউন্ডারির কাছে মিচেল মার্শের দারুণ ক্যাচে ফেরেন পান্ত (১০৪ বলে ৩০)।

এরপর অন্যরা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। রাভিন্দ্রা জাদেজাকে ফেরান স্কট বোল্যান্ড। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নিতিশ কুমার রেড্ডি এবার ১ রানে ফেরেন লায়নের বলে স্স্নিপে স্টিভেন স্মিথের দারুণ ক্যাচে। ওয়াশিংটন সুন্দারকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন জয়সওয়াল। তৃতীয় আম্পায়ারের আলোচিত এক সিদ্ধান্তে থামে তার ইনিংস।

কামিন্সের বাউন্সারে কট বিহাইন্ডের আবেদন করে অস্ট্রেলিয়া। মাঠের আম্পায়ার আউট দেননি। কামিন্স রিভিউ নিলে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার, বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদের কাছে। রিপেস্নতে দেখে মনে হচ্ছিল, বল ব্যাটসম্যানের গস্নাভস ছুঁয়েছে। দেখা যায়, বলের গতিপথও পরিবর্তন হয়েছে। কিন্তু স্নিকোতে কিছু ধরা পড়েনি। বলের গতিপথ পরিবর্তন হওয়ায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন তৃতীয় আম্পায়ার। এরপর বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি অস্ট্রেলিয়াকে। বোল্যান্ড পরপর দুই ওভারে ফেরান আকাশ দিপ ও বুমরাহকে। সিরাজকে ফিরিয়ে শেষটুকু সারেন লায়ন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪৭৪

ভারত প্রথম ইনিংস: ৩৬৯

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: (আগের দিন ২২৮/৯) ৮৩.৪ ওভারে ২৩৪ (লায়ন ৪১, বোল্যান্ড ১৫; বুমরাহ ৫/৫৭, আকাশ ০/৫৩, সিরাজ ৩/৭০, জাদেজা ১/৩৩, নিতিশ ০/৪, ওয়াশিংটন ০/৭)

ভারত দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৩৪০) ৭৯.১ ওভারে ১৫৫ (জয়সওয়াল ৮৪, রোহিত ৯, রাহুল ০, কোহলি ৫, পান্ত ৩০, জাদেজা ২, নিতিশ ১, ওয়াশিংটন ৫*, আকাশ ৭, বুমরাহ ০, সিরাজ ০; স্টার্ক ১৬-৮-২৫-১, কামিন্স ১৮-৫-২৮-৩, বোল্যান্ড ১৬-৭-৩৯-৩, মার্শ ৩-২-২-০, লায়ন ১০.১-৬-৩৭-২, হেড ৫-০-১৪-১, লাবুশেন ১-১-০-০)

ফল: অস্ট্রেলিয়া ১৮৪ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে প্রথম চারটির পর ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া

ম্যাচসেরা: প্যাট কামিন্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে