সময় ফুরিয়ে আসছে, দুদিন বাদেই 'উন্মুক্ত' হয়ে যাবেন মোহামেদ সালাহ। কিন্তু এসবে যেন কোনো ভ্রম্নক্ষেপ নেই লিভারপুলের কর্তাদের। তারকা এই ফরোয়ার্ডও তাই হয়তো নিজের অনিশ্চিত ভবিষ্য নিয়ে আপাতত ভাবতে চাইছেন না। দল ও নিজের আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সের পর জানিয়ে দিলেন, এখানে তার নতুন চুক্তির সম্ভাবনা 'অনেক দূরের' বিষয়।
তবে, দিন দিন বাড়তে থাকা অনিশ্চয়তা নিয়ে তেমন চিন্তিত নন সালাহ, 'আমার ভাবনাজুড়ে কেবল একটা বিষয়ই কাজ করছে, আর সেটা হলো আমি চাই, লিভারপুল যেন লিগ লিগ শিরোপা জিততে পারে।'