রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

জয় দিয়ে টি২০ বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
জয় দিয়ে টি২০ বিশ্বকাপ শুরু বাংলাদেশের
মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে শনিবার নেপালের বিপক্ষে উইকেট পাওয়ার পর উচ্ছ্বসিত বাংংলাদেশের মেয়েরা। শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন তারা -ওয়েবসাইট।

পরিষ্কার ফেবারিট ছিল বাংলাদেশের মেয়েরাই। শনিবার অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দল জিতেছেও দাপট দেখিয়ে। নেপালকে ৫২ রানে অলআউট করে দিয়ে সেই রান তাড়া করেছে ৫ উইকেট আর ৪০ বল হাতে রেখে। যদিও দলটির শক্তির জায়গা বোলিং, দুর্বলতা ব্যাটিংয়ে।

গত কিছুদিনে বারবার যা ফুটে উঠেছে, মূল আসরে অভিযানের শুরুতেও তা দেখা গেল আরেকবার। জয়ের স্বস্তি নিয়ে শুরু করতে পারলেও ব্যাটিংয়ের দুর্ভাবনা রয়েই গেল বাংলাদেশের। নেপালকে ৫ উইকেটে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। মালেয়েশিয়ায় শনিবার নেপালকে ৫২ রানে আটকে রাখলেও রান তাড়ায় ৫ উইকেট হারায় বাংলাদেশ।

দ্বিতীয়বারের মতো মালয়েশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে নারীদের অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপ। আসরের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। শনিবার তারা নেপালকে এক প্রকার উড়িয়েই দিয়েছে। তাদের ৫২ রানে অলআউট করে ৫ উইকেট হারিয়ে ১৩.২ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। শুধু বোলিং কিংবা ব্যাটিং নয়, বাংলাদেশের মেয়েরা ফিল্ডিংয়েও দারুণ কারিশমা দেখিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিয়েছে।

শনিবার বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাঠায় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে করে বাংলাদেশকে ৫৩ রানের লক্ষ্য দেয় তারা। জবাবে তিন ওভারের মধ্যে ১১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল লাল-সবুজ দল। এরপর চতুর্থ উইকেটে সাদিয়া ইসলাম ও সুমাইয়া আক্তার মিলে ২১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। সাদিয়া ২৪ বলে ১৬ রান করে আউট হলে ভাঙে জুটি।

স্কোরবোর্ডে আরও ৯ রান যোগ করে সুমাইয়াও আউট হন ব্যক্তিগত ১২ রান করে। বাকি পথ অনায়াসেই পাড়ি দেন আফিয়া ইরা ও জান্নাতুল মাওয়া। তাদের অবিচ্ছিন্ন ১২ রানের জুটিতে বাংলাদেশ ১৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। নেপালের মেয়েদের মধ্যে রচনা চৌধুরী, রিয়া শর্মা, সীমানা ও পূজা প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপাল ৫২ রানে অলআউট হয়েছে। নেপালের হয়ে দুইজন কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। ওপেনার সানা পারভীনের ব্যাট থেকে আসে ১৯ রান। এছাড়া সীমানা খেলেন ১০ রানের ইনিংস। এদের দুইজনের ব্যাটেই মূলত ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করে নেপাল।

বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন মাওয়া। নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও আনিসা আক্তার শোভা নেন একটি করে উইকেট। নেপালের বাকি ৫ ব্যাটার হয়েছেন রান আউটের শিকার।

বাংলাদেশকেও শুরুতে একটা ঝড় সামলাতে হয়েছে। ১১ রানেই যায় ৩ উইকেট। তবে সাদিয়া ইসলামের ১৬ ও অধিনায়ক সুমাইয়া আক্তারের ১২ রানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। যদিও দুজনের কেউই ম্যাচ শেষ করতে পারেননি।

বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ক্রিকেট খেলছে বাংলাদেশের মেয়েরা। গত ডিসেম্বরেই এশিয়া কাপের ফাইনালে খেলেছে দলটি। এরপর টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারিয়েছে শ্রীলংকা ও ইংল্যান্ডকে। আর সেই হিসাবে প্রথমবার বিশ্বকাপ খেলা নেপালের বিপক্ষে হয়তো সহজ জয়েরই প্রত্যাশা ছিল বাংলাদেশের। এশিয়া কাপের সেমিফাইনালেও নেপালকে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

সংক্ষিপ্ত স্কোর:

নেপাল অনূর্ধ্ব-১৯: ১৮.২ ওভারে ৫২ (সানা ১৯, সিমানা ১০, রিয়া ৫*; নিশিতা ৪-১-১৩-১, ছোঁয়া ৪-০-৭-১, আনিসা ৩.২-০-৬-১, জান্নাতুল ৪-০-১১-২, সুমাইয়া ২-০-৮-০, হাবিবা ১-০-৭-০)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৩.২ ওভারে ৫৩/৫ (সুবর্ণা ৪, ছোঁয়া ১, জুয়াইরিয়া ২, সাদিয়া ১৬, সুমাইয়া ১২, আফিয়া ৯*, জান্নাতুল ৫*; রচনা ৩.২-০-১৬-১, রিয়া ৩-০-১০-১, সিমানা ৩-১-১০-১, পুজা ৩-০-১১-১, আনু ১-০-৬-০)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : জান্নাতুল মাওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে