রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নিউজিল্যান্ডকে স্তব্ধ করে নাইজেরিয়ার স্মরণীয় জয়

ক্রীড়া ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
নিউজিল্যান্ডকে স্তব্ধ করে নাইজেরিয়ার স্মরণীয় জয়
নারী টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারানোর পর উচ্ছ্বাস করছেন নাইজেরিয়ার মেয়েরা -ওয়েবসাইট

মালয়েশিয়ায় চলমান নারী অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপটা নাইজেরিয়ার জন্য এমনিতেই মাইলফলকের। সেই উপলক্ষ স্মরণীয় করে রাখল তারা দারুণ এক জয়ে। নিউজিল্যান্ডকে হারিয়ে দলটি জন্ম দিল টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনের। রোমাঞ্চকর লড়াইয়ে সোমবার নিউজিল্যান্ডকে ২ রানে হারিয়েছে নাইজেরিয়া।

নারী ক্রিকেটের যে কোনো পর্যায়ে প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকার দেশটি পেল প্রথম জয়ের স্বাদ। এই আসরে মাঠে গড়ানো তাদের প্রথম ম্যাচও ছিল এটি। গত শনিবার বৃষ্টির কারণে ভেস্তে যাওয়া তাদের প্রথম ম্যাচে একটি বলও খেলা হয়নি। এদিনও বৃষ্টির বাধায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৩ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নেমে নাইজেরিয়া করতে পারে ৬ উইকেটে ৬৫ রান। নিউজিল্যান্ডও হারায় ৬ উইকেট, রান করে ৬৩।

নাইজেরিয়া অধিনায়ক লাকি পায়াটি একটি চারে সর্বোচ্চ ১৯ রান করেন ২৫ বল থেকে। ২২ বলে ১৮ রান করেন লিলিয়ান উদেহ। লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় নিউ জিল্যান্ড। ৭ রানে হারায় ২ উইকেট। মিডল অর্ডার ব্যাটারদের নৈপুণ্যে স্কোরবোর্ড সচল থাকলেও নিয়মিত উইকেট হারিয়ে ১১ ওভার শেষে নিউ জিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৪৯।

শেষ ২ ওভারে দরকার ছিল ১৭ রান। দ্বাদশ ওভারের শেষ বলে অধিনায়ক তাশ ওয়াকেলিনের বাউন্ডারিতে ওভারে আসে ৮ রান। শেষ ওভারে চাই ৯। কিন্তু নিউ জিল্যান্ড নিতে পারে কেবল ৬। শেষ বলে ৫ রানের প্রয়োজনে তৃতীয় রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে যান ওয়াকেলিন। উলস্নাসে মেতে ওঠে নাইজেরিয়া। ২ ওভারে ৫ রানে একটি উইকেট নিয়ে নাইজেরিয়ার সফলতম বোলার উসেন পিস। একটি করে উইকেট নেন আরও দুজন। গ্রম্নপের শেষ ম্যাচে বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে নাইজেরিয়া। প্রথম দুই ম্যাচেই হারা নিউজিল্যান্ড একই দিনে খেলবে সামোয়ার বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে