রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম পর্ব শেষে টেবিলের শীর্ষ দুই দল রংপুর ও বরিশাল

ক্রীড়া ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রাম পর্ব শেষে টেবিলের শীর্ষ দুই দল রংপুর ও বরিশাল
চট্টগ্রাম পর্ব শেষে টেবিলের শীর্ষ দুই দল রংপুর ও বরিশাল

খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের চট্টগ্রাম পর্বের খেলা। যেখানে সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা। দুই দিন বিরতি দিয়ে আবারও ঢাকায় ফিরবে বিপিএল। চট্টগ্রাম পর্ব শেষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। আর ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ফরচুন বরিশাল। চিটাগাং কিংস ১০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

বিপিএলের এবারের আসরের প্রথম তিন পর্ব শেষ হয়েছে। যেখানে খেলা হয়েছে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম এই তিন ভেনু্যতেই। ঢাকা ও সিলেটে অপরাজিত থাকা রংপুর রাইডার্স চট্টগ্রামে এসে আসরে প্রথম হারের স্বাদ পেয়েছে। তার পরও পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে তারা। অন্যদিকে ঘরের মাঠে দুই ম্যাচ জেতা সিলেট স্ট্রাইকার্স চট্টগ্রাম পর্বে ছিল জয়হীন। তাতে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে স্ট্রাইকার্সরা। চট্টগ্রাম পর্বে মোট ম্যাচ হয়েছে ১২ টি।

এই পর্ব শেষে ৮ ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর। তারা মোট ম্যাচ খেলেছে ৯টি। যেখানে একমাত্র রাজশাহীর বিপক্ষে হেরেছে তারা। ৮ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ফরচুন বরিশাল। তাদের দুই হারের দুটিই রংপুরের বিপক্ষে।

তিন নম্বরে আছে চিটাগাং কিংস। ৯ ম্যাচে ৫ জয়ের বিপরীতে চার হার তাদের। মোট ১০ পয়েন্ট তাদের নামের পাশে। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪ জয় ও ৪ হারে ৮ পয়েন্ট নিয়ে চারে আছে খুলনা টাইগার্স। ১০ ম্যাচ খেলে রাজশাহীর হার ৬টি। ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দুর্বারদের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে। টেবিলের ছয়ে ও সাতে আছে যথাক্রমে ঢাকা ও সিলেট। ১০ ম্যাচ থেকে ৬ পয়েন্ট ঢাকার।

আর তলানিতে থাকা সিলেটের সংগ্রহ ৪ পয়েন্ট।বিপিএলে অংশগ্রহণকারী সাতটি দল অন্তত ৮টি করে ম্যাচ খেলেছে। তবে ১০টি করে ম্যাচ খেলেছে দুটি দল-দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। ৯টি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চিটাগং কিংস, সিলেট স্ট্রাইকার্স। একমাত্র ৮টি ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল।

চট্টগ্রাম পর্ব শেষে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। ৯ ম্যাচে ৮ জয় নিয়ে শীর্ষে রয়েছে রংপুর। দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে চিটাগং ও খুলনা আগামীকাল রোববার থেকে ১ ফেব্রম্নয়ারি হবে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ৩ ফেব্রম্নয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রম্নয়ারি আর ৭ ফেব্রম্নয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের।

দলের নাম

ম্যাচ

জয়

হার

পয়েন্ট

রানরেট

১. রংপুর রাইডার্স

১৬

+১.২২৩

২. ফরচুন বরিশাল

১২

+০.৯৯৩

৩. চিটাগং কিংস

১০

+১.০৪৫

৪. খুলনা টাইগার্স

-০.১৪৮

৫. দুর্বার রাজশাহী

১০

-১.৪০০

৬. ঢাকা ক্যাপিটালস

১০

-০.১৫৬

৭. সিলেট স্ট্রাইকার্স

-১.২৪৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে