বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে (বিপিএল) উড়তে থাকা মোহামেডান অবশেষ দেখল মুদ্রার উল্টো পিঠ। সুযোগ নষ্টের চড়া মাশুল গুণতে হলো আলফাজ আহমেদের দলকে। টানা আট ম্যাচ জিতে দুর্বার গতিতে ছুটে চলা মোহামেডানকে প্রথম হারের তেতো স্বাদ দিল লিগ টেবিলের নিচের দিকের দল ফকিরেরপুল ইয়ংমেন্স!
কুমিলস্নার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার মোহমেডানকে ১-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল। জয়রথে থামলেও ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আলফাজ আহমেদের দল। ফকিরেরপুলের পয়েন্ট ৯।
শুরু থেকে মোহামেডান ছিল নড়বড়ে। সময় গড়ানোর সাথে সাথে তাদের খেলায় ছন্দ ফিরে, কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না দলটির ফরোয়ার্ডরা। ২৪তম মিনিটে ফকিরেরপুলের দারুণ সুযোগ নষ্ট হয়। তালগোল পাকিয়ে মোহামেডানের এক ডিফেন্ডার বল হারালে পেয়ে যান শান্ত হোসেন। ফকিরেরপুলের এই ডিফেন্ডারকে আটকাতে ততক্ষণে ততক্ষণে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন গোলরক্ষক সুজন হোসেন। কিন্তু শান্তর চিপ শট সুজনের মাথার উপর দিয়ে দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
প্রথমার্ধের শেষ দিকে গোলকিপার সাজু আহমেদের ভুলে সুযোগ এসেছিল সুলেমানে দিয়াবাতের সামনেও, কিন্তু আচমকা পাওয়া সুযোগ লক্ষ্যভ্রষ্ট শটে নষ্ট করেন মালির এই ফরোয়ার্ড। সাজু আহমেদ ভুল শটে বল তুলে দিয়েছিলেন বক্সের ঠিক উপরে থাকা দিয়াবাতের পায়ে।
একটু পর মিনহাজ রাকিবের বাইসাইকেল কিক নেওয়ার চেষ্টায় বলের সাথে সংযোগ করতে পারেননি। বক্সে তার পাশেই থাকা দিয়াবাতেও ফ্লিকের চেষ্টা করেছিলেন, কিন্তু ঠিকঠাক হয়নি এই শটও। সুযোগ নষ্টের মিছিলে ৬২তম মিনিটে যোগ হয় মনসুর কুলদিয়াতির নামও। বক্সে অরক্ষিত থাকা বুরকিনা ফাসোর এই ফরোয়ার্ড যথেষ্ট সময় পেয়েছিলেন দেখে-শুনে শট নেওয়ার, কিন্তু তার শট বেরিয়ে যায় পোস্টের অনেক বাইরে দিয়ে!
তিন মিনিট পর মোহামেডান সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ফকিরেরপুল এগিয়ে যায়। আকবির তুরায়েভের সাথে একবার বল দেওয়া নেওয়া করে বক্সের বেশ বাইরে থেকে উজবেকিস্তানের মিডফিল্ডার সার্দোর জাহোনোভের বুলেট গতির শটের নাগাল লাফিয়েও পাননি সুজন।
৭৪তম মিনিটে মোহামেডানের সৌরভ দেওয়ানের শট গোললাইন থেকে ফেরান নাইজেরিয়ান ডিফেন্ডার সেগুন টোপে ওডুডোয়া। এরপর ৮২তম মিনিটে আরিফ হোসেনের শট বাইরের জাল কাঁপায়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কুলদিয়াতির হেড দারুণভাবে সেভ করে ফকিরেরপুলকে জয়ের বন্দরে পৌঁছে দেন গোলকিপার বদলি গোলকিপার তৈয়ব সিদ্দিকী। শেষের বাঁশি বাজার আগে প্রতিপক্ষের বক্সে প্রচন্ড চাপ দিলেও তৈয়বের প্রতিরোধ ভাঙতে পারেনি মোহামেডান। লিগে অজেয়যাত্রা থেমে যায় তাদের।