রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ওয়ান্ডারার্সের জালে গোল উৎসব বসুন্ধরা কিংসের

ক্রীড়া প্রতিবেদক
  ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
ওয়ান্ডারার্সের জালে গোল উৎসব বসুন্ধরা কিংসের
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শুক্রবার ফুটবল লিগে গোল করে উচ্ছ্বসিত বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা -ওয়েবসাইট

উত্থান-পতনের দোলাচলে দুলতে থাকা বসুন্ধরা কিংস শুরু থেকে খেলল আগ্রাসী ফুটবল। প্রথমার্ধেই তিনবার গোল উৎসব করল। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ঢাকা ওয়ান্ডারার্সকে স্রেফ উড়িয়ে দিয়ে তুলে নিল বড় জয়। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শুক্রবার ৫-০ গোলে জিতেছে কিংস।

জোনাথন ফের্নান্দেসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। বিরতির আগে ব্যবধান আরও বাড়ান তপু বর্মন। দ্বিতীয়ার্ধে জালের দেখা পান রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা দামাশেনো।

৯ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এলো কিংস। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশের কাছে ২-১ গোলে হেরে যাওয়া রহমতগঞ্জ মুসলিম অ্যান্ড সোসাইটি ১৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে চতুর্থ স্থানে।

কিংসের উৎসবের শুরু একাদশ মিনিটে দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে। দামাশেনোর পাস বাঁ পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের নিচু শটে জালে জড়িয়ে দেন ফের্নান্দেস। ২৯তম মিনিটে সোহেল রানার গোলে ব্যবধান হয় দ্বিগুণ। রাকিব হোসেনের বাড়ানো ক্রস বুক দিয়ে রিসিভ করে গোলমুখ থেকে কোনামতে মাথা ছুঁয়ে বল ঠিকানায় পৌঁছে দেন এই মিডফিল্ডার।

৪২ মিনিটে সোহেল রানার কর্নারের পর বল যায় মজিবুর রহমান জনির পায়ে, বাইলাইনের একটু উপর থেকে চিপ শট নেন এই মিডফিল্ডার, দূরের পোস্টে থাকা তপু দুই ডিফেন্ডারের মাঝে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন। ম্যাচে চালকের আসনে বসে বিরতিতে যায় কিংস।

রাকিব জালের দেখা পান ৬৬ তম মিনিটে। বাইলাইনের উপর থেকে মোহাম্মদ রফিকুলের শেষ মুহূর্তে বাড়ানো ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। লিগে রাকিবের এটি পঞ্চম গোল। নয় মিনিট পর ব্যবধান আরও বাড়ান দামাশেনো। ৮৮ মিনিটে রাকিবের শট ফিরে আসে পোস্টে লেগে। তাতে আরেকটু বড় হয়নি ব্যবধানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে