সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলি

ক্রীড়া ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলি

অল্পের জন্য রক্ষা পেলেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার ভারতের বর্ধমান যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘটনাটি ঘটে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দান্তনপুরে, যেখানে একটি লরি হঠাৎ সৌরভ গাঙ্গুলির গাড়িবহরকে ওভারটেক করতে যায়। যার ফলে চালককে আচমকা ব্রেক করতে হয়। হঠাৎ ব্রেক করায় গাঙ্গুলির গাড়ির পেছনের অন্যান্য গাড়ি একে অপরকে ধাক্কা মারে এবং এর মধ্যে একটি গাড়ি সৌরভের গাড়িকে ধাক্কা দেয়।

সৌভাগ্যক্রমে, দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে গাঙ্গুলির গাড়িবহরের দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ঘটনার পর প্রায় ১০ মিনিট রাস্তার পাশে অপেক্ষা করতে হয় ভারতের সাবেক অধিনায়ককে। তারপর তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যান এবং নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেন।

ভয়াবহ ঘটনার পরও গাঙ্গুলিকে বেশ শান্ত থাকতে দেখা যায় এবং নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বর্ধমানে তার দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে