মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কাবাডিতে নেপালের বিপক্ষে শেষ ম্যাচেও জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ০১ মার্চ ২০২৫, ০০:০০
কাবাডিতে নেপালের বিপক্ষে শেষ ম্যাচেও জিতল বাংলাদেশ
কাবাডিতে নেপালের খেলোয়াড়কে ধরার চেষ্টা করছেন বাংলাদেশের খেলোয়াড়রা -ওয়েবসাইট

পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজের শেষটাও জিতল বাংলাদেশ। পঞ্চম ম্যাচে বাংলাদেশ আজ শুক্রবার ৪৫-২৭ পয়েন্টে নেপালকে হারিয়ে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে।

৫১ বছর পর এই কাবাডি টেস্ট সিরিজ গত বুধবারই নিশ্চিত করে বাংলাদেশ দল। চতুর্থ ম্যাচ জিতে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। পঞ্চম ও শেষ ম্যাচ শুধু আনুষ্ঠানিকতার হলেও নেপালের সামনে সুযোগ ছিল সিরিজে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনার।

পল্টন ময়দানে সিরিজের শেষ ম্যাচে সে লক্ষ্য নিয়েই খেলতে নামে সফরকারী দল। কিন্তু বাংলাদেশের কৌশলের কাছে কুলিয়ে উঠতে পারেনি নেপাল। পয়েন্ট বাড়িয়ে নিতে থাকে মিজান, দিপায়নরা। ম্যাচের ১০ মিনিটে লোনাসহ চার পয়েন্ট পেয়ে কিছুটা এগিয়ে যায় বাংলাদেশ। তবে ম্যাচে ফিরতে চেষ্টা চালিয়ে যেতে থাকে নেপাল। যার ফলে প্রথমার্ধে বাংলাদেশ মাত্র চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকে। বাংলাদেশের ১৯ আর নেপালের পয়েন্ট ছিল ১৫। দ্বিতীয়ার্ধে পয়েন্ট বাড়ানোর দিকে মনোযোগী হয় বাংলাদেশ। দুটি লোনা পেয়ে অনেক এগিয়ে যায় স্বাগতিকরা। খেলায় ফেরার কোনও সুযোগই পায়নি নেপাল। ১৮ পয়েন্টের ব্যবধানে নেপালকে হারিয়ে বিজয় উলস্নাস করে বাংলাদেশের খেলোয়াড়রা।

ম্যাচ ও সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। সেরা রেইডার নেপাল দলের অধিনায়ক রোকা মাগার। যৌথভাবে সেরা ক্যাচার হয়েছেন বাংলাদেশ দলের রোমান ও নাসির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে