মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

প্রথম ম্যাচ থেকেই ডিপিএলে দেখা যাবে মিরাজ-নাহিদ রানাদের

ক্রীড়া প্রতিবেদক
  ০১ মার্চ ২০২৫, ০০:০০
প্রথম ম্যাচ থেকেই ডিপিএলে দেখা যাবে মিরাজ-নাহিদ রানাদের

নতুন বছর আরেকটা নতুন মৌসুমে শুরু হচ্ছে আবাহনীর দলের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) যাত্রা। গেল বছরের দল থেকে তিন জন ক্রিকেটারকে এবার দলে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ ছাড়া নতুন করে দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। দায়িত্ব পেয়েই দল গঠন করেছিলেন সাবেক এই ক্রিকেটার।

এমনকি সবার আগে মাঠের অনুশীলনও শুরু করেছিল আকাশী-নীলরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছিলেন প্রায় সব খেলোয়াড়ই। অনুশীলনে দেখা গিয়েছিল মোসাদ্দেক হোসেন, রিপন মন্ডল ও মাহফুজ রাব্বিদের। জাতীয় দলের খেলা থাকায় ছিলেন না নাজমুল শান্ত, নাহিদ রানা ও পারভেজ ইমনরা।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে যাওয়ায় দেশে ফিরছেন ক্রিকেটাররা। শনিবারই আবাহনী শিবিরে যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা। সংবাদ মাধ্যমকে এমনটি জানিয়েছেন প্রধান কোচ হান্নান। বলছিলেন গ্রম্নপ পর্বের সবকটি ম্যাচেই দেখা যাবে তাদের।

আবাহনী দলে সবশেষ আফিফ হোসেনের জায়গায় নতুন করে যুক্ত হয়েছেন মুমিনুল হক। এ ছাড়া মেহেদী হাসান, শাহরিয়ার কমল, নাঈমুর রহমান নয়ন, শামসুল অনিকরাও রয়েছেন দলে। ক্রিকেটারদের পাশপাশি দলের ট্রেনার হিসেবে অনুশীলনে দেখা গিয়েছে ইফতেখার ইফতিকে। ফিজিও হিসেবে কাজ করছেন মোসাদ্দেদ সানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে