সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সেমিতে খেলা হচ্ছে না অজি ওপেনারের!

ক্রীড়া ডেস্ক
  ০২ মার্চ ২০২৫, ০০:০০
সেমিতে খেলা হচ্ছে না অজি ওপেনারের!

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত হলেও দুঃসংবাদ শুনেছে অস্ট্রেলিয়া। শেষচারের গুরুত্বপূর্ণ লড়াইয়ে খেলতে পারবেন না ওপেনার ম্যাথু শর্ট। ফলে ওই ম্যাচে টপ অর্ডারে বদল আনতে বাধ্য হচ্ছে অস্ট্রেলিয়া।

আফগানিস্তানের বিপক্ষে ইনিংসের শেষ দিকে ফিল্ডিংয়ের সময় চোট পান শর্ট। তার পরও অবশ্য ব্যাট হাতে ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করেছেন তিনি। কিন্তু রান নেওয়ার সময় সংগ্রাম করতে দেখা যাচ্ছিল তাকে। বিশেষ করে প্রান্ত বদলের সময়। বেশিরভাগ সময় বাউন্ডারি মারার দিকেই মনোযোগী থেকেছেন। সাজঘরে ফেরার আগে ১৫ বলে করেছেন ২০ রান। তাতে অবশ্য সফল ওপেনিং জুটি উপহার দিতে পেরেছেন। ৪.৩ ওভারে এসেছে ৪৪ রান। শেষ পর্যন্ত মিড অনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

ম্যাচের পর ভারপ্রাপ্ত অজি অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছেন, 'আমার মনে হয় সে খেলতে নামলে সংগ্রাম করবে। কারণ এদিনও সে ঠিকমতো চলতে পারছিল না। তাই দুটি ম্যাচের মাঝে এত দ্রম্নত সুস্থ হয়ে ওঠা ওর জন্য হয়তো সম্ভব না।'

আগেই মিচেল মার্শ ছিটকে যাওয়ায় তার বদলে এসেছিলেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। স্কোয়াডে একমাত্র বাড়তি ব্যাটার হিসেবে আছেন তিনি। টপ অর্ডারে শর্টের মতো বদলি খেলোয়াড় হতে পারেন ম্যাকগার্ক। ভিন্ন বিকল্পও আছে। যদি অন্য কেউ টপে চলে আসে সেক্ষেত্রে বিকল্প হিসেবে আসতে পারেন অলরাউন্ডার অ্যারন হার্ডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে