সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটারের মৃতু্য

ক্রীড়া ডেস্ক
  ০২ মার্চ ২০২৫, ০০:০০
বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটারের মৃতু্য
রোনাল্ড ড্র্যাপার

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার রোনাল্ড ড্র্যাপার আর নেই। গেবেখায় শুক্রবার তিনি মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার। তার বয়স হয়েছিল ৯৮ বছর ৬৬ দিন। তিনি ছিলেন জীবিত সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার। ড্র্যাপার ছিলেন টপ অর্ডার ব্যাটসম্যান। মাঝেমধ্যে কিপিংও করতেন তিনি। ১৯৫০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি দুটি টেস্ট খেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিন ইনিংস মিলিয়ে ২৫ রানের বেশি করতে পারেননি।

ঘরোয়া ক্রিকেটে অবশ্য বেশ সফল ছিলেন তিনি। ৪৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৪১.৬৪ গড়ে করেন ৩ হাজার ২৯০ রান। সেঞ্চুরি ও ফিফটি সমান ১১টি করে। এর মধ্যে চারটি সেঞ্চুরি করেন ম্যাচের প্রথম দিন লাঞ্চের আগে। ১৯৪৫-৪৬ মৌসুমে ১৯তম জন্মদিনে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি করেন তিনি ইস্টার্ন প্রভিন্সের হয়ে অরেঞ্জ ফ্রি স্টেটের বিপক্ষে।

ড্র্যাপারের মৃতু্যর পর বিশ্বের জীবিত সবচেয়ে বেশি বয়সি টেস্ট ক্রিকেটার এখন নিল হার্ভে। অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যানের বয়স এখন ৯৬ বছর ১৪৪ দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে