সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ঢাকা আবাহনীতে ব্রাজিলিয়ান অগাস্তো

ক্রীড়া প্রতিবেদক
  ০২ মার্চ ২০২৫, ০০:০০
ঢাকা আবাহনীতে ব্রাজিলিয়ান অগাস্তো

নানান সমস্যার কারণে এবার স্থানীয় খেলোয়াড়দের নিয়ে প্রিমিয়ার ফুটবল লিগে খেলছে আবাহনী লিমিটেড। প্রথম পর্বে মোহামেডানের পরই তাদের অবস্থান। এবার লিগে দ্বিতীয় পর্বে অবশ্য আকাশী- নীল জার্সিধাদের দুজন বিদেশি নিয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও শক্তি বাড়াতে চার বিদেশি নিশ্চিত করেছে।

আবাহনীতেই একসময় খেলে যাওয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগোস্তো আবারও আসছেন। ৩৩ বছর বয়সি মিডফিল্ডারকে এবার মাঠ মাতাতে দেখা যাবে। নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাহও নিশ্চিত হয়েছেন। লিগে পিছিয়ে থাকা বসুন্ধরা কিংস মৌসুমের বাকি সময়ের জন্য আর্জেন্টিনা থেকে উড়িয়ে আনছে হুয়ান লেসকানোকে। ৩২ বছরের এই স্ট্রাইকারের বেড়ে ওঠা রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের যুব দলে।

মধ্যবর্তী দলবদলের শেষ দিনে আরও তিন বিদেশি ফুটবলারের নাম রেজিস্ট্রেশন করেছে কিংস। এক মৌসুম আগে খেলে যাওয়া উজবেকিস্তানের মিডফিল্ডার আসরর গফুরভ আবারও ফিরছেন। দলে যুক্ত হচ্ছেন ব্রাজিলিয়ান সেন্টারব্যাক ডেসিয়েল এবং ঘানার উইঙ্গার ইভান্স ইত্তি। এছাড়া আগে থেকেই দলে আছেন মিগেল ফিগেইরা ও জোনাথন ফের্নান্দেজ।

মধ্যবর্তী দলবদলে ব্রাদার্স ইউনিয়ন ও পুলিশসহ অন্যরাও শক্তি বাড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে