ইংলিশ 'এফএ' কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এবার শেষ ষোলো থেকেই বিদায় নিলো। রোববার (০২ মার্চ, ২০২৫) রাতে পঞ্চম রাউন্ডের ম্যাচে তাদের টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ফুলহ্যাম। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল।
ম্যাচের প্রথমার্ধের শেষ সময়ে (৪৫+১ মি.) কালভিন বাসের গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। তবে ৭১ মিনিটে ম্যানইউর ব্রম্ননো ফার্নান্দেজের গোলে ফেরে সমতা। সেই সমতা নিয়ে শেষ হয় ম্যাচ। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ১-১ গোলের সমতা ভাঙে না। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে এবং সেই ভাগ্য পরীক্ষায় হেরে যায় রেড ডেভিলসরা। এদিনে নিউক্যাসলকে ম্যাচের অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাইটন। দুই লাল কার্ডের নাটকীয় ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে আলেক্সান্ডার ইসাকের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। তবে ৪৪ মিনিটে ইয়ানকুবা মিনতেহর গোলে সমতা ফেরায় ব্রাইটন। সেই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।