চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারে শেষ দিকে দলে জায়গা হয়েছে বরুণ চক্রবর্তীর। রহস্য এই স্পিনার ভারতের কম্বিনেশনের কারণে প্রথম দুই ম্যাচে জায়গা পাননি। সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় গ্রম্নপের শেষ ম্যাচে তাকে আনা হলে সেখানে নিজের ম্যাচ উইনিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন এই রহস্য স্পিনার। নকআউটের আগে সেটা এখন ভারতের জন্য মধুর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুবাইয়ে তার এমন পারফরম্যান্স ভারতীয় দলকে ভাবতে বাধ্য করছে। বোলিংয়ে নানামুখী বৈচিত্রের কারণে রহস্য স্পিনারের তকমা পেয়েছেন বরুণ। তার ভান্ডারে রয়েছে অফব্রেক, লেগ ব্রেক, গুগলি। দিতে পারেন ক্যারম বলও। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে টি২০ সিরিজ জয়ে তিনি ছিলেন সিরিজসেরা খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর দিকে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও রবীচন্দ্র জাদেজাদের নিয়ে গড়া স্পিন আক্রমণের বিপরীতে তিনি সাইড বেঞ্চ উষ্ণ করে চলছিলেন।