বলিউডের হাস্যোজ্জ্বল অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তার অভিনয় দক্ষতা আর নজরকাড়া সৌন্দর্যে মোহিত হন দর্শক। একাধিক ব্যবসাসফল সিনেমা আছে শ্রদ্ধার ঝুলিতে। তার প্রথম ছবি 'আশিকী-টু' বলিউড বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল। যদিও এরপর সেভাবে সফলতার দেখা পাননি। কিন্তু হতাশ হননি। চেষ্টা চালিয়ে গেছেন বলেই এখন তার বৃহস্পতি তুঙ্গে। এর প্রমাণ মিলবে তার মুক্তিপ্রাপ্ত 'স্ত্রী-টু' সিনেমার আয়ের হিসাব কষলে। মুক্তির পর থেকেই বক্স অফিসে চালকের আসনে বসেছিল বলিউডের অন্যতম জনপ্রিয় হরর-কমেডি চলচ্চিত্র 'স্ত্রী-২'। রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের চলচ্চিত্রটি একের পর এক রেকর্ড গড়ছে। শুরুতে ১৯ দিনের মধ্যে ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করে হরর সিনেমা হিসেবে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় করে সিনেমাটি। বলিউড বাদশাহ শাহরুখ খানের রেকর্ড গড়া সিনেমা 'পাঠান'-এর রেকর্ডও ভেঙেছে। শুধু তাই নয়, ছবিটি দিয়ে এস এস রাজামৌলি পরিচালিত 'বাহুবলী-২' ছবিটির হিন্দি সংস্করণের আয়কেও ছাপিয়ে গেছেন শ্রদ্ধা কাপুর। শতকোটি ব্যয়ের সিনেমার আয় ১১৩৩ কোটি টাকা ছাড়িয়ে। স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির ৩৩ দিনে শুধু ভারতে 'স্ত্রী টু' আয় করেছে ৬৬৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১৩০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৭৯৫.৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১৩৩ কোটি ৭৬ লাখ টাকার বেশি)। কেবল বক্স অফিসে নয়, দর্শক-সমালোচকরাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। রোটেন টমেটোসের তথ্য অনুসারে, ৯ জন সমালোচকের মধ্যে ৭৮ শতাংশ ইতিবাচক রিভিউ দিয়েছেন। দশের মধ্যে সিনেমাটির রেটিং দিয়েছেন ৬.৫। বলিউড হাঙ্গামা পাঁচের মধ্যে রেটিং দিয়েছে ৪.৫। শ্রদ্ধা-রাজকুমার ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি, মুশতাক খান প্রমুখ। তা ছাড়াও সিনেমাটিতে বেশ কজন তারকা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া, বরুণ ধাওয়ান প্রমুখ।
স্ত্রী-২ সিনেমার সব চেয়ে জনপ্রিয় গান 'আজ কি রাত' ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে উঠে এসেছে গানটি। এই গানে কোমর দুলিয়েছেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া। যেখানে নতুন মোহময়ী রূপে অতীতের গতানুগতিকতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিনেত্রী। তার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। কেউ বলছেন, 'তামান্না সেই নারী যাকে নিয়ে কবিতা লেখা হয়।' আবার কেউ বলছেন, 'একবিংশ শতাব্দীর নতুন হেলেন তামান্না।' অধিকাংশ ভক্তের ভাষ্য, বলিউডে কারিনা কাপুরের হাত ধরে যে জিরো ফিগারে শুরু হয়েছিল, তারই যোগ্য উত্তরসূরি তামান্না। শ্রোতাদের তিনি শরীরকে ভালোবাসতে উৎসাহ জুগিয়েছেন। বালিঘড়ির মতো ফিগারে মন কেড়েছেন সবার। সব মিলিয়ে, আজ কি রাত লুকটি এই তারকার ক্যারিয়ারে সবচেয়ে বেশি গস্ন্যামারাস চেহারা হিসেবে বিবেচিত হচ্ছে- যা তাকে নতুন 'ইট অ্যান্ড হিট' গার্ল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে নতুন গানে তামান্না যেভাবে মন জয় করে নিয়েছেন অনুরাগীদের, তা মোটেও সহজ কাজ ছিল না। নাচের মুদ্রার সঙ্গে অভিব্যক্তির ছন্দ মেলানো সবই পরিশ্রম আর সাধনার ফসল। এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন ?আজ কি রাত গানের নৃত্য পরিচালক বিজয় গাঙ্গুলি। তিনি বলেন, 'আমরা যখন গানটি শুনেছিলাম, তখন কী করতে হবে, কোথায় করতে হবে এবং কীভাবে এটি বাস্তবায়ন হবে সেসব চিন্তা করেছি। গানটিতে অনেক গল্প আছে এবং আপনি যখন সিনেমাটি দেখবেন, তখন আপনি এর পেছনের কারণগুলো বুঝতে পারবেন।'
এদিকে দর্শক ও সমালোচকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা পাচ্ছে 'স্ত্রী-২'। প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিতেও গল্পে হরর ও কমেডি উপাদান ভরপুর দেখা গেছে। সেই সঙ্গে এর ভিএফএক্স-এর প্রশংসাও করছেন দর্শকরা। 'স্ত্রী-২' সিনেমায় মুখ্যচরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা। এ সিনেমায় অভিনয়ের জন্য শ্রদ্ধা পেয়েছেন ৫ কোটি রুপি। ছবিতে ভিকির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করছেন অভিনেতা রাজকুমার রাও। তিনি পারিশ্রমিক পেয়েছেন শ্রদ্ধার চেয়ে ১ কোটি বেশি। ছবিতে রাজকুমারের দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অপারশক্তি ও অভিষেক।
তারা যথাক্রমে পেয়েছেন ৭০ লাখ ও ৫৫ লাখ রুপি। ছবির প্রথম পর্বে রুদ্র ভাইয়ার চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। এ ছবির জন্য তিনি পেয়েছেন ৩ কোটি রুপি। এই ছবিতে বরুণ ধাওয়ানকে দেখা গেছে অতিথি চরিত্রে। ওইটুকুন দৃশ্যের জন্য তিনি নিয়েছেন প্রায় ২ কোটি রুপি। অমর কৌশিক পরিচালিত ২০১৮ সালে মুক্তি পায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের 'স্ত্রী'। সিনেমাটির প্রথম দিনে সেই সিনেমাটি ৬.৮২ কোটি টাকা আয় করে এবং প্রথম সপ্তাহে পৌঁছায় ৬০.৩৯ কোটিতে। ভারতে ১২৯ কোটি আয় করে সুপারহিট হয় সিনেমাটি। এর পর থেকেই এটির সিকু্যয়ালের অপেক্ষায় ছিলেন দর্শকরা। বাবা শক্তি কাপুর বলিউডের নামজাদা অভিনেতা হলেও তার পথচলা সহজ ছিল না। প্রতি মুহূর্তে সংগ্রাম করতে হয়েছে। একের পর এক বাধার দেয়াল টপকাতে হয়েছে তাকে। এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময় প্রসঙ্গে তিনি বলেন, আমাকে অনেক ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল। এমনও হয়েছে যে, জানি অভিনয় করব। কথাবার্তা হয়েছে। দুদিন বাদে হয়তো শুটিং করতে যাব।