সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে পূবালী ব্যাংকের সব ব্যবস্থাপককে উৎসাহিত করার লক্ষ্যে সম্প্রতি কক্সবাজারের হোটেল লং বিচ অডিটরিয়ামে দুই দিনব্যাপী 'বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০২৩' অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংকের দেশব্যাপী ৪৯৮টি শাখার ব্যবস্থাপক, সব অঞ্চল প্রধান ও প্রধান কার্যালয়ের নির্বাহীদের অংশগ্রহণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
সম্মেলনে পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মনির উদ্দিন আহমদ, ফাহিম আহমদ ফারুক চৌধুরী, রুমানা শরীফ, এম কবিরুজ্জামান ইয়াকুব, আজিজুর রহমান, মো. আবদুর রাজ্জাক মন্ডল, রানা লায়লা হাফিজ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ২০২২ সালে বিশেষ সাফল্যের জন্য ৬২ জন শ্রেষ্ঠ ব্যবস্থাপককে প্রধান অতিথি পদক প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি