শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘুরেফিরে দরপতনের বৃত্তেই শেয়ারবাজার

যাযাদি রিপোর্ট
  ২৩ মার্চ ২০২৩, ০০:০০

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণও। সূচকের পতন হয়েছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সেখানেও কমেছে লেনদেনের পরিমাণ।

ডিএসইর সূত্র মতে, বুধবার ডিএসইতে ৩২৮ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৬ দশমিক ৬৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ১৮ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২১৫ দশমিক ৪৩ পয়েন্টে এবং ১ হাজার ৩৫২ দশমিক ৪৯ পয়েন্টে।

এ দিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭টি এবং কমেছে ৮২টির। শেয়ার পরিবর্তন হয়নি ২১৩টির। এ দিন ডিএসইতে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার লেনদেন সবচেয়ে বেশি ছিল। এ দিন ইস্টার্ন হাউজিং ১৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এ দিন অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিস ১৮ কোটি ৫৬ লাখ টাকা, সি পার্ল বিচ ১৬ কোটি ৬৬ লাখ টাকা, আরডি ফুড ১৬ কোটি ২ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশন ১৩ কোটি ৮৬ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৯ কোটি ৪১ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ৯ কোটি ৪১ লাখ টাকা এবং জেমিনি সি ৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- লিগ্যাসি ফুটওয়্যার, আরডি ফুড, আলহাজ টেক্সটাইল, মুন্নু অ্যাগ্রো, আরএসআরএম স্টিল, শমরিতা হসপিটাল, সোনালি পেপার,  আনলিমা ইয়ান, মনোস্পুল পেপার ও ইউনিয়ন ইন্সু্যরেন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- বেঙ্গল উইন্ডসোর, ইমাম বাটন, রূপালী লাইফ ইন্সু্যরেন্স, ঢাকা ইন্সু্যরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, মেঘনা লাইফ ইন্সু্যরেন্স, ইসলামি কমার্শিয়াল ইন্সু্যরেন্স, জিলবাংলা সুগার, প্রগতী লাইফ ইন্সু্যরেন্স ও বিডি ওয়েল্ডিং।

অপর শেয়ারবাজার সিএসইতে বুধবার লেনদেন হযেছে ৭ কোটি ৯৭ লাখ টাকা শেযার। আগের কার্যদিবস মঙ্গলবার ১২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ দিন সিএসইতে লেনদেন হওয়া ১২৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৮টি, কমেছে ৪৩টি এবং পরিবর্তন হয়নি ৬৩টির।

এ দিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩২ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৯ দশমিক ৭১ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ৪৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৪ দশমিক ৫০ পয়েন্ট, সিএসসিএক্স ২০ দশমিক ২১ পয়েন্ট এবং সিএসআই ২ দশমিক ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২২ দশমিক ৮৮ পয়েন্টে, ১৩ হাজার ৩৫২ দশমিক ৪৪ পয়েন্টে, ১১ হাজার পয়েন্টে এবং ১ হাজার ১৫৬ দশমিক ৭২ পয়েন্টে। এ দিন সিএসইতে সি পার্ল বিচের শেয়ার লেনদেন সবচেয়ে বেশি ছিল। এ দিন সি পার্ল বিচের ৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে