বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

  ২৪ মার্চ ২০২৩, ০০:০০
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিভিন্ন সূচক কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করা ও শ্রেণিকৃত ঋণ হ্রাসের লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের ঢাকা সার্কেল-১ এর ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। ঢাকা সার্কেল-১ এর মহাব্যবস্থাপক এ কে এম শামীম রেজার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এ সময় সার্কেলাধীন সব নির্বাহী, করপোরেট শাখা প্রধান, ঢাকা উত্তর, ঢাকা পশ্চিম, গাজীপুর ও মানিকগঞ্জের অঞ্চল প্রধান, শাখা ব্যবস্থাপকরা এবং ইসলামী ব্যাংকিং উইন্ডো প্রধানরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর আমানত বৃদ্ধির পাশপাশি পরিচালন মুনাফা অর্জন ও গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং নতুন করে কোনো ঋণ যাতে শ্রেণিকৃত না হয় সে লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে