বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে

যাযাদি রিপোর্ট
  ৩১ মে ২০২৩, ০০:০০

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার সবগুলো সূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে বাজার মূলধন। আগের কার্যদিবস-এর চেয়ে এদিন লেনদেনের পরিমাণ কমেছে। একটি বাদে বাকি চার ধরনের সূচক বৃদ্ধি পেয়েছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। লেনদেনসহ বেড়েছে বাজার মূলধনও।

ডিএসই সূত্র মতে, মঙ্গলবার ডিএসইতে ৯৭৬ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ১৭৪ কোটি ৫৬ লাখ টাকা। এদিন মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৯২৮ কোটি ২৩ লাখ টাকা। আগের দিন মঙ্গলবার মূলধন হয়েছিল ৭ লাখ ৭৩ হাজার ১৬ কোটি ৭৯ লাখ টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৯১১ কোটি ৪৪ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৩টি এবং কমেছে ৮৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯২টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৫ দশমিক ৭৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক শূন্য ৯ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৫ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০২ দশমিক ৭০ পয়েন্টে এবং ১ হাজার ৩৭৫ দশমিক ৬৪ পয়েন্টে।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- লাফার্জহোলসিম বাংলাদেশ, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, নাভানা ফার্মা, ইউনিক হোটেল, রূপালী লাইফ ইন্সু্যরেন্স, ইস্টার্ন হাউজিং, জেমিনী সি ফুড, জেএমআই হসপিটাল, বিএসসি ও মেঘনা লাইফ ইন্সু্যরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফটওয়্যার, নাভানা ফার্মা, রূপালী লাইফ ইন্সু্যরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সু্যরেন্স, নর্দার্ন জুট, ন্যাশনাল টি, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, সোনালি লাইফ ইন্সু্যরেন্স ও সিভিওপিআরএল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ট্রাস্ট ব্যাংক, ডিজিআইসি, অগ্রণী ইন্সু্যরেন্স, ঢাকা ইন্সু্যরেন্স, কন্টিনেন্টাল ইন্সু্যরেন্স, প্রভাতী ইন্সু্যরেন্স, শ্যামপুর সুগার মিল, মাইডাস ফাইন্যান্স, ইস্টল্যান্ড ইন্সু্যরেন্স ও পাইওনিয়ার ইন্সু্যরেন্স।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ১৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। আগেরদিন সোমবার ১৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৮ হাজার ৮৫০ কোটি ২৭ লাখ টাকা। আগেরদিন সোমবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫৮ হাজার ৪৯ কোটি ৮৪ লাখ টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৮০০ কোটি ৪৩ লাখ টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭২টি, কমেছে ৫৯টি এবং পরিবর্তন হয়নি ১০৮টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৯ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২১ দশমিক ৩৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৩৪ পয়েন্ট, সিএসসিএক্স ২৩ দশমিক ৯৮ পয়েন্ট এবং সিএসআই সূচক ৫ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২০ দশমিক ৭৮ পয়েন্টে, ১১ হাজার ১৯৮ দশমিক ৮৫ পয়েন্টে এবং ১ হাজার ১৭৪ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪০৬ দশমিক ১৫ পয়েন্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে