বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

মানিকগঞ্জ ও টাঙ্গাইলে ইউসিবির কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ

  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
মানিকগঞ্জ ও টাঙ্গাইলে ইউসিবির কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষি খাতে সহায়তা প্রদানের জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ 'ভরসার নতুন জানালা' প্রকল্পের উদ্যোগে ২০ সেপ্টেম্বর মানিকগঞ্জের কৈট্টায় প্রশিকা প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী জেলার নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে মানিকগঞ্জ জেলার ৭টি উপজেলার প্রায় ২৩০ জন কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. খোকন হোসেন, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মো. মতিউর রহমান, প্রশিকার উপনির্বাহী পরিচালক কামরুল হাসান কামাল। স্বাগত বক্তব্য রাখেন ইউসিবির শাখা ব্যবস্থাপক মো. মোস্তাফা কামাল। একই দিন টাঙ্গাইল জেলার বু্যরো বংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে জেলার ১২টি উপজেলার প্রায় ২৬০ জন কৃষি উদ্যোক্তাকে নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে